Monday, 19 January 2015

নগ্ন হয়ে ক্যামেরা বন্দি হলেন কেলী ব্রুক


মার্কিনী মডেল ও অভিনেত্রী কেলী ব্রুক চরিত্রের প্রয়োজনে নিজের শরীরকে মেলে ধরলেন ক্যামেরার সামনেমার্চ মাস থেকে শুরু হতে চলেছে নতুন টেলি শো ওয়ান বিগ হ্যাপিএই সিরিয়ালের ট্রেলারের জন্য নগ্ন হয়ে ফ্রেমবন্দি হয়েছেন ব্রুক
কমেডিতে ভরপুর এই সিরিয়ালটি পরিচালনা করছেন এলেনা ডীজেনরেসএখানে কেলীকে প্রুডেন্সের চরিত্রে অভিনয় করতে দেখা যাবেকাহিনী অনুসারে প্রুডেন্সেরর সঙ্গে বিয়ে হয় ল্যুকের(জোন)যে এক লেসবিয়ানবিয়ে হওয়ার কিছুদিন পর ল্যুক জানতে পারে তার সঙ্গে সমলিঙ্গ যে মেয়েটি রয়েছে অর্থাৎ প্রুডন্স গর্ভবতী
মিরর ডট কো ডট ইউকে’-এর রির্পোট অনুযায়ী, এই সিরিয়ালের ট্রেলারে ৩৫ বছরের এই অভিনেত্রী কেলী ব্রুকে সম্পূর্ন বিবস্ত্র দেখা যাবেযেখানে তিনি তার হাত দুটি পেছনে রেখে দিয়েছেন
এই সিরিয়ালে জোন ও ব্রুক ছাড়াও অভিনয় করতে দেখা যাবে এলিশা কথ্বার্ট,ব্রুক লিয়োন্স,এছাড়া মুখ্য ভূমিকায় থাকছেন মিসান অকুয়া

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: