Thursday, 8 January 2015

হরর ও সেক্সের ককটেলে অ্যালোন পোস্টার

গতকাল সোমবার মুক্তি পেয়েছে ‘অ্যালোন’ সিনেমার তৃতীয় পোস্টার। এই পোস্টারটি হরর ও সেক্সের ককটেলে তৈরি বলাই যায়। আর এবার দেখে শুনে যা মনে হচ্ছে সত্যিই বিপাশা সবার দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। তাই একদিকে এই ছবিতে বিপাশা যেমন হয়ে উঠবেন সবার ভয়ের কারণ, তেমনি অন্যদিকে তার আবেদনময়ী রূপে মুগ্ধ হবেন দর্শকরা। সিনেমাটিতে দেখা যাচ্ছে বিপাশার দুটি রূপ। পালঙ্কের উপর যখন বিপাশা-করণ প্রেমে মগ্ন তখন শয্যার নীচ থেকে তাদের দিকে নজর রেখেছেন ভূত বিপাশা। সিনেমাটিতে গোলাপি রঙের নাইট ড্রেসে অসাধারণ সুন্দরী লাগছে বিপাশাকে। ১৬ই জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘অ্যালোন’।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: