কে বেশি আকর্ষনীয়। ডিস্পল কাপাডিয়া নাকি সানি লিওন।
এটা কোন সমীক্ষার প্রশ্ন নয়। তবে এরকমই এক তুলনায়
মেতে উঠতে পারেন অনেক দর্শক। ঋষি কাপুর আর ডিম্পল
কাপাডিয়ার রিয়েল লাইফ রোমান্সের সেই বিখ্যাত ‘জানে দো না’
গানটিতেই এবার দেখা যাবে সানি লিওনকে ৷ তার সঙ্গে থাকবেন
রাম কাপুর। আপকামিং কমেডি সিনেমা ‘কুছ কুছ লোচা হ্যায়’-র জন্য
নতুন করে তৈরি করা হয়েছে এই গান। আর সেখানেই
দেখা যাবে এই জুটিকে।
সিনেমারর পরিচালক দেবাং ঢোলকিয়া। এ ছবিতে সানির ভূমিকা এক
জনপ্রিয় অভিনেত্রীর। আর রাম কাপুর হবেন এক
গুজরাটি ব্যবসায়ী। মজার ছলেই এই
রেট্রো সংকে ফিরিয়ে আনা হয়েছে নতুন সিনেমাতে। ১৯৮৪
সালে ‘সাগর’ ছবিতে এ গান গেয়েছিলেন আশা ভোঁসলে ও
শৈলেন্দ্র। নতুন করে গানটিকে তৈরি করেছেন অর্কপ্রভ
মজুমদার। এর আগে ‘হেট স্টোরি’তেও ‘আজ ফির তুমপে’
গানটিকেও রিক্রিয়েট করেছিলেন তিনি। নতুন ভার্সন বেশ
জনপ্রিয়ও হয়েছিল। ‘জানে দোনা’ও নতুন রূপে শ্রোতাদের মন
মাতাবে, এমনটাই প্রত্যাশা ছবির কলাকুশলীদের।
তবে প্রত্যাশা চড়েছে সানিকে নিয়েই। প্রায় প্রতি ছবিতেই
আরও সেনসুয়াস হয়ে পর্দায় হাজির হন তিনি। আর তাই ডিম্পলের
জায়গায় সানিকে কেমন মানাবে সেই জল্পনাই বলি অন্দরের
সর্বত্র। যদিও ছবিটি কমেডি, তাই ফ্লেভারও আলাদা।
তবে সানি ফ্যাক্টরই যে নয়া গানের জনপ্রিয়তা এক ধাক্কায়
অনেকখানি বাড়িয়ে দেবে, তা বলাই যায়।

0 comments: