Wednesday, 7 January 2015

আবারও আইটেম গান দিয়ে বলিউডে ঝড় তুললেন আবেদনময়ী সুরভিন

আবারও আলোচনায় হেট ‘স্টোরি টু’য়ের সুরভিন চাওলা। তবে এবার বলিউডে পা রাখার পর তৃতীয় আইটেম গান দিয়ে আবারও খবরে চলে এলেন এই আবেদনময়ী এই নায়িকা। আগলি সিনেমা ‘নিচোর লু’ শিরনামের আইটেম সংয়ে অত্যন্ত খোলামেলা না হয়ে পর্দায় আগুন ধরাতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী। পুরো বলিউড যেখানে করণ-বিপাশার হট কেমিস্ট্রির প্রভাব থেকে বেড়িয়ে আসতে পারছিলেন না সেখানে সুরভিন চাওলার ‘নিচোর লু’র ঝড়ে কুপোকাত হওয়াটাই স্বাভাবিক। পুরো গানটিতে সুরভিনকে নতুন রূপে দেখতে পাবে বলিউড প্রেমিরা। হেট স্টোরি টু এবং বেশ কয়েকটি আইটেম গানে এই রূপসী নায়িকাকে বেশ খোলামেলাভাবে উপস্থাপিত হতে দেখা যায়। আর খোলামেলাভাবে উপস্থাপনের কারণে কম সমালোচনাও শুনতে হায়নি সুরভিনকে। কিন্তু আগলি সিনেমার এই আইটেম গানিটিতে খোলামেলা না হয়ে কীভাবে আবেদন ছড়ানো যায় তাই যেন দেখিয়ে দিলেন। একটু ব্যাঙ্গাত্তক ভঙ্গিতে গানটিতে সুরভিন চাওলাকে তুলে ধরা হয়েছে। দেখুন কি রূপে আকর্ষিত করছেন সুরভিন। দেখে নিন আকর্ষণীয় সুরভিন চাওলার আবেদনে পরিপূর্ণ নিচোর লু আইটেম গানটি সূত্র: ডেইলি এক্ট্রেস

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: