Thursday, 1 January 2015

নববধূকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন নিরব!

বিনোদন জগতে এ মুহূর্তে হট টপিকে পরিনত হয়েছেন সুদর্শন মডেল নিরব। আকস্মিক বিয়ে এবং বিয়ের পর কনের বাবার মামলা সব মিলিয়ে নিরব রয়েছেন আলোচনায়। তবে নিরবের নববধুর বাবা মামলা করার পর সম্প্রতি জানা যায়, শ্বশুরের মামলা করার পর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না নিরবের! আসলেই ব্যাপারটি কি জানার জন্য মিডিয়া থেকে শুরু করে ভক্তরা উদগ্রীব বলা যায়। কিন্তু অবাক করা ব্যাপার হল, নিরব তার গ্রামীণফোন এবং বাংলালিংকের যে দুটি মোবাইল নাম্বার ব্যবহার করেন, তা এখন বন্ধ করে রেখেছেন। কাজেই নিরব এবং তার স্ত্রী দুজনেই কোথায় আছেন এবং কেমন আছে সে বিষয়ে কোন খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত সর্বশেষ ২৯ ডিসেম্বর সন্ধ্যার পর নিজের ফেসবুক পেজে বিয়ের সময় তার ও ঋদ্ধির তোলা একটি ছবি পোস্ট করেন নিরব। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কোনো ফটোসেশনের ছবি নয়, আসল ছবি। ঘটনা সত্য।’ কাজেই বিয়ে নিয়ে গুজব বলে উড়িয়ে দিতে চাইলেও এখন আর তা পারবেন না নিরব। তবে নব বধুকে নিয়ে যেভাবেই পলাতক বা গা ঢাকা দিন না কেন নিরব এবং ঋদ্ধির পালিয়ে বিয়ে এবং অপহরনের মীমাংসা পুলিশের মাধ্যমেই সম্পন্ন হবে।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: