পার্শ্ববর্তী দেশের ফিল্ম
ইন্ডাস্ট্রি সাথে সাথে আজকাল যেন আমাদের দেশের
নায়িকারাও হয়ে উঠছে সাহসী। আবেদনময়ী অন্তরঙ্গ
দৃশ্যে খুব সাবলীল ভাবেই
নিজেদেরকে মানিয়ে নিচ্ছে তারা। আর এবার এই পরিচয়
দিলেন জনপ্রিয় লাক্স তারকা অভিনেত্রী জাকিয়া বারী মম।
শিহাব শাহিন পরিচালিত ছুঁয়ে দিলে মন সিনেমার
টিজারে চিত্রনায়িকা মমকে বেশ
খোলামেলা দৃশ্যে দেখা গেছে। গত ডিসেম্বরেই
ইউটিউবে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়েছে। আর সেই
টিজারের রয়েছে চমক সেখানে দেখা গেছে,
ভেজা কাপড়ে বেশ আকর্ষণীয় অঙ্গভঙ্গিমায়
নিজেকে ফুটিয়ে তুলেছেন। এ ছাড়া আরেফিন শুভর
সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যেও দেখা গেছে তাকে।
ছবিটিতে তিনি এমন কিছু কাপড় পরে অভিনয় করেছেন
যেখানে তাকে বেশ খোলামেলাই হিসেবেই
দেখতে পাবে দর্শক।
জানা গেছে, সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছে।
জিরোনা এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত
অ্যালবামটিতে গান রয়েছে ছয়টি। গানগুলো লিখেছেন-
মারজুক রাসেল, সাজু খাদেম, শাহান কবন্ধ, সিরাজুম মনির ও
সোমেশ্বর অলি। সুর করেছেন হাবিব ওয়াহিদ ও সাজিদ সরকার।
আর কণ্ঠ দিয়েছেন হাবিব, তাহসান, কনা, ইমরান, শাকিলা, শাওন, নির্জন
হাবিব।

0 comments: