বিগ বস আটের গৌতম
গুলাটিকে নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি।
বিগ বসের এই বাড়িতে প্রায় ৩ মাসেরও বেশী সময়
ধরে একপ্রকার বন্দি অবস্থায় থাকলেও প্রতিনিয়ত
খবরের শিরোনামে পরিণত হচ্ছেন। ডিয়ান্ড্রার
সাথে ঘনিষ্ঠ হয়ে পড়া অতঃপর গর্ভবতী হয়ে পড়ার
রেশ কাটতে না কাটতেই আবারও
বিতর্কে জড়িয়ে পড়লেন গৌতম।
খুব সম্প্রতি গৌতম গুলাটির কিছু ব্যক্তিগত মুহূর্তের
ছবি ইন্টারনেটে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে।
ছবিগুলোতে দেখা যায়, এক ব্লন্ড হেয়ারের
অধিকারিণী রমণীর সাথে অত্যন্ত অন্তরঙ্গতায় ব্যস্ত
গৌতম। শুধু তাই নয়, আরও একটি ছবিতে গৌতমকে ওই
বিদেশিনী রমণীর সাথে চুম্বনে সিক্ত হতেও
দেখা যায়। এমন সব ছবি হথাত করেই ছড়িয়ে পড়তেই
বলিউড জুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়।
প্রসঙ্গত ডিয়ান্ড্রার সাথে নাম জড়ালেও গৌতম
গুলাটি এখনও পর্যন্ত নিজের ইমেজকে ইতিবাচক
ভাবেই ধরে রাখার চেষ্টা করে আসছিলেন।
তবে হঠাৎ করে এমন ছবি ফাঁস হওয়ার পর এই তারকার
ভক্তদের মধ্যে কেমন প্রভাব পড়ে এখন কেবল তাই
দেখার পালা।

0 comments: