তদিন এই তকমাটা
কেবল একজনের মুঠোতেই ছিল। আর
এই তকমাটি নিয়ে বেশ আনন্দিত মনে হত তাকে। তবে এখন মনে হচ্ছে সেই তকমাটি হারাতে
চলেছেন এই তারকা। কথা হচ্ছে বলিউডের ‘সিরিয়াল কিসার’ ইমরান
হাশমিকে নিয়ে। তবে বলিউডে
এমন কার আগমন ঘটলো যে একেবারে
ইমরান হাশমির খেতাব নিয়ে নেয়ার চেষ্টায় নেমেছেন।
হ্যাঁ,
সে আর
কেউ নন বলিউডের এ সময়ের চার্মিং হিরো ভারুন ধাওয়ান। কি
অবাক হচ্ছেন? ২০১৪
সালে একের পর এক হিট সিনেমা উপহার দেয়া এই সুদর্শন অভিনেতাকে প্রতিটি সিনেমাতেই
নায়িকাদের সাথে চুম্বনে সিক্ত হতে দেখা গিয়েছে। তবে
এবার ধারণা করা
হচ্ছে ইমরান হাশমিকে ছাড়িয়ে যাবেন তার পরবর্তী থ্রিলারধর্মী সিনেমা ‘বাদলাপুর’য়ের শ্রীরাম
রাঘাবান চরিত্র দিয়ে। মুম্বাই মিরোরে প্রকাশিত খবর অনুযায়ী, ভারুন ধাওয়ানকে এই সিনেমায় সিনিয়র অভিনেত্রী দিভিয়া দত্তের সাথে ‘লিপলক’ দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। শুধু তাই নয় এই সিনেমায় একই সাথে তিন রমণীর সাথে রোমান্স করতে দেখা যাবে।
শুধু তাই নয়, ভারুন সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, চুম্বন দৃশ্য নিয়ে কখনই তার ভীতি কাজ করেনি। উল্টো বলিউডের একজন সিনিয়র অভিনেত্রীর সাথে এমন ঘনিষ্ঠ দৃশ্যে এবং চুম্বন দৃশ্যে অভিনয় করা তিনি উপভোগ করেছেন।

0 comments: