Friday, 5 December 2014

সালমানের রক্তে অ্যালকোহলের পরিমাণ অনেক বেশী!


আদুরে বোনের বিয়ে দিয়ে উঠতে না উঠতেই আবারও পুরনো ঝামেলা সামনে এসে পড়ল সালমানের২০০২ সালের ৩০ সেপ্টেম্বর সালমানের রক্তে পাওয়া অ্যালকোহলের পরিমাণ স্বাভাবিকের থেকে অনেক বেশি ছিল বলে আদালতকে জানিয়েছেন তিনি
শুধু তাই নয়, সালমানের দেহে মরফলিন পরীক্ষাও করা হয়েছে, তার ফলও পজিটিভ এসেছে৬২এমজি ইথাইল অ্যালকোহল পাওয়া গিয়েছিল সালমানের রক্তে
প্রসঙ্গত, এর আগে ২০০২ সালের এই মামলা আদালতে চলাকালীন সাক্ষী জে ডব্লু ম্যারিওটের পার্কিং অ্যাসিসটেন্ট, সালমান খানকে চিনতে পারেনসেই রাতে সালমানই চালকের আসনে বসেছিলেনশুধু তাই নয় ঘটনার কিছুক্ষণ আগে সালমান তার তিন বন্ধুকে সঙ্গে নিয়ে ল্যান্ডক্রুসার চালিয়ে বেরিয়ে যানতাকে হাতে পাঁচশো টাকা বকশিসও দিয়ে যান যাওয়ার সময়

এর কিছুক্ষণের মধ্যেই মদ্যপ অভিনেতার গাড়ির ধাক্কায় একজন মারা যান, এবং চারজন মারাত্মকভাবে জখম হনএরপর অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে এই মামলাহারিয়ে গেছে মামলা সংক্রান্ত বহু মূল্যবান নথিওআপাতত সেই মামলাতেই বিপাকে সালমান

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: