অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মুম্বইয়ের কার্টার রোডে একটি এপার্টমেন্টে উঠেছেন বলিউডের সময়ের সবচেয়ে আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। না, বিয়ে করেন নি। তবে একসাথে থাকছেন, যাকে বলে লিভ টুগেদার করা। এবং এই প্রথম বলিউডের ক্যাসানোভা রণবীরকে দেখা যাচ্ছে কোন নারীর ব্যাপারে এত সিরিয়াস হতে।
অবশ্য এ বাড়িতে ওঠার আগে অনেক বেগ পেতে হয়েছে তাদের। পারিবারিক বাধা নিষেধ অবশেষে সমঝোতার পরও অনেক চড়াই উতরাই পেরিয়ে এ ফ্ল্যাটে ওঠেন এ প্রেমিকযুগল। এ নিয়েও বেশ কিছুদিন ধরে নানান আলোচনার পাশাপাশি সমালোচনায়ও পড়েন রণবীর ও কাটরিনা।
এদিকে নতুন বাড়িতে উঠেই বেশ খোশ মেজাজে রয়েছেন দু’জনেই। সবকিছুই ঠিকঠাক চলছে তাদের। তবে এরই মধ্যে নিজেদের নিরাপত্তার কথাও ভাবছেন রণবীর। আর যে কারণে বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা স্থাপনের জন্য ব্যবস্থাও করে ফেলেছেন তিনি।
এক সাক্ষাৎকারে রণবীর বলেন, বাড়িতে আমরা সারা দিন থাকি না। মাঝে মাঝেই এসে থাকা হয়। সেজন্য নিজেদের নিরাপত্তার ব্যাপারে কিছুটা সচেতনতা অবলম্বন করা দরকার। এ কারণেই মূলত বাড়ির চারপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করছি। বিষয়টি প্রথমে আমার মাথায় আসলে কাটরিনার সঙ্গে আলাপ করেই সিদ্ধান্ত পাকা করেছি।
উল্লেখ্য, বিয়ের আগেই প্রেমিকের বাড়িতে কাটরিনার ঘন ঘন আসাটা রণবীরের বাবা-মা কেউই ভাল চোখে দেখতে পারতেন না। যে কারণে নিজেদের একান্ত সাক্ষাৎ ও বিয়ে-পরবর্তী পরিকল্পনা হিসেবে নতুন বাড়িটি কেনেন রণবীর কাপুর।
সূত্র- দৈনিক মানব জমিন

0 comments: