কুইন অব ল্যাটিন নামেই
পরিচিত তবে দেশের মানুষ তাকে ভালোবাসে ‘থালিয়া’ নামে
ডাকতে। ৪৩ বছর বয়সী মেক্সিকান এই পপ সেলিব্রেটি
আরিদানা থালিয়া সদি মিরান্ডা
সম্প্রতি চমকে দেওয়ার মতো এক স্বীকারোক্তি দিয়েছেন।
জনপ্রিয় এক টিভি শোতে
থালিয়া বলে বসলেন, ‘একেক জন মানুষের একেক রকম শখ। তেমনই আমার শখ
হলো সেক্স করা। এটা নিয়ে
মেতে থাকতেই আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তবে আমার সৌভাগ্য, আমার স্বামীরও ঠিক একই শখ।’ ল্যাটিন আমেরিকার পপ সংগীতের ইতিহাসে থালিয়ার পপ অ্যালবামই সবচেয়ে বেশি জনপ্রিয়। তার বেশ কয়েকটি গানে উষ্ণ যৌনতার ছোঁয়া রয়েছে।

0 comments: