Saturday, 13 December 2014

অন্তঃসত্ত্বা কি না তাই নিয়েই এবার বিতর্কিত লেডি গাগা!


পপ তারকা লেডি গাগা মানেই নতুন কোন না সমালোচনা অথবা বিতর্কবিতর্ক আর সমালোচনা যেন পিছু ছাড়ছে না লেডি গাগারকিন্তু কেনই বা গাগার এই বার বার বিতর্কের সাথে মিডিয়ায় আসা যাওয়া কে জানে? কয়েকদিন আগে কৈশোরে ধর্ষিত হওয়ার কথা স্বীকার করে সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনিসেই রেশ ফুঁড়োতে না ফুঁড়োতেই এবার শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বা হয়েছেন এ গায়িকা
ব্রিটিশ একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ২৮ বছর বয়সি এ তারকাকে লাল রঙ্গের একটি গাউন পরিহিত অবস্থায় দেখা গেছেকিন্তু তখন এ গায়িকা তার পেটের নিচের অংশ হাত দিয়ে ঢেকে রেখেছিলেন
ধারণা করা হচ্ছে, মাতৃত্বকালীন সময় পেটের নিজের অংশে যে স্ফীত অবস্থার সৃষ্টি হয় তা ঢাকার জন্যই তিনি হাত দিয়ে তার তলপেট ঢেকে রেখেছিলেনপোকার ফেস খ্যাত এ তারকা ২০১১ সাল থেকে ছেলেবন্ধু টেইলর কেনির সঙ্গে সম্পর্ক চালিয়ে আসছেন
সূত্র: mstarz.com


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: