শিরোনাম পড়ে আঁতকে উঠলেন তো! সম্প্রতি লীলা সিনেমার শুটিং স্পটে এমন ঘটনা ঘটে। শুটিং চলাকালীন সময়ে এই সিনেমায় সানি লিওন নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। রেগে লীলা সিনেমার সহ-অভিনেতা মুহিত আহলাওয়াতকে কষিয়ে চড় মারেন।
হঠাৎ করেই কেন এমন রেগে গেলেন সানি লিওন? তবে শুনুন, একসাথে অভিনয় করতে গেলে তো কত কিছুই ঘটে। তবে সহঅভিনেত্রী যখন আকর্ষণীয় সানি লিওন তখন মুহিত যেন অতি উতসাহী হয়ে যান। এখানেই ঘটে বিপত্তি।
শুটিং স্পটে সেই সময়ে উপস্থিত সূত্রানুযায়ী, ববি খান পরিচালিত লীলা সিনেমায় সানি লিওনের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন মুহিত। শুটিংয়ের এক পর্যায়ে মুহিত সানির সাথে আপত্তিজনক কথা বলতে শুরু করেন এবং একপর্যায়ে সানির গায়ে হাত দেন।বেশ কিচ্ছুক্ষন সানি কেবল মজা মনে করে নিলেও মুহিত গায়ে আট দিলে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেননি সানি। রেগে গিয়ে মুহিতের গালে চড় বসিয়ে দেন। এরপর দৌড়ে নিজের ভ্যানে চলে যান।
জানা যায়, সানি এতটাই রেগে গিয়েছিলেন যে এই ঘটনার পর আর ভ্যান থেকে তো বেরই হননি সেদিন আর শুটিংয়েও অংশগ্রহণ করেননি এই ইন্দো ক্যানাডিয়ান পর্ণ তারকা। শুধু তাই নয়, এমন ঘটনার পর থেকে স্বামী ড্যানিয়েলকে ছাড়া সেটে আসছেনই না সানি।
এমন ঘটনার পর যদিও সিনেমার কোরিওগ্রাফার আহমেদ খান বলেন, এসব কেবলই গুজব কেননা মুহিত প্রকৃত পক্ষে সিরিয়াস অভিনেতা এবং ব্যক্তিজিবনে তিনি বেশ রক্ষণশীল। কাজেই তিনি এমন কিছু করতে পারেন বলে আমার মনে হয় না।
ঘটনাটি যদি সত্যি হয়ে থাকে তবে বলতেই হয় যে অতীত যে কখনই পিছু ছাড়ে না।
সূত্র: ডেকান হেরল্ড


0 comments: