Saturday, 13 December 2014

এক মাসেরও বেশি সময় ভারতে কী করছেন পিয়া?


এক মাসেরও বেশি সময় ধরে ভারতের দিল্লিতে অবস্থান করছেন চলতি প্রজন্মের আলোচিত র‌্যাম্প মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়াএই মাসজুড়েও সেখানে অবস্থান করবেন তিনিমূলত দিল্লির মাসকট মডেল ম্যানেজমেন্টের হয়ে সেখানে বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন পিয়াশুধু তাই নয়, এরই মধ্যে তিনি ভারতেররুটসব্যান্ডের মোরে সাইয়াশীর্ষক একটি গানে মডেল হিসেবে কাজ করেছেন এর মাধ্যমে বাংলাদেশের কোন মডেল ভারতের কোন ব্যান্ডের মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো কাজ করলেন
গানটি এরই মধ্যে বেশ আলোচনায় চলে এসেছেএই গানে কাজ করে মডেল হিসেবে দারুণভাবে প্রশংসিত হচ্ছেন পিয়াএর বাইরে ভারতে আরও একাধিক প্রজেক্টে মডেল হিসেবে কাজ করছেন এ তারকাসামনে সেই কাজগুলোর মাধ্যমে দর্শকদের সামনে আসবেন তিনিএদিকে দিল্লি ছাড়িয়ে ভারতের রাজস্থানের মরুর বুকে বিশ্ববিখ্যাত নাইকন ব্র্যান্ডের ক্যামেরার বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনিমজার ব্যাপার হলো সেখানে সকাল ৬টায় ৫ ডিগ্রি সেলসিয়াসের মতো তীব্র ঠাণ্ডা আবহাওয়ায় শুটিং করেছেন পিয়াএই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি প্রথমবারের মতো হলেন গ্ল্যামারাস এ পর্দাকন্যা
এ বিষয়ে পিয়া বলেন, আসলে মোরে সাইয়ানামক গানটির মডেল হিসেবে কাজ করে এখানে এতটা প্রশংসা পেয়েছি যে আগ্রহটা আরও বেড়ে গেছেদিল্লির পর রাজস্থানের তীব্র শীতে শুটিং করলাম৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করার অভিজ্ঞতাটা খুব অন্যরকম ছিলনাইকন-এর মতো একটি বিখ্যাত ব্র্যান্ডের মডেল হিসেবে এখানে কাজ করেছিঅনেক ভাল লেগেছে'
এদিকে গত মাসেই দিল্লি থেকে দুদিনের ঝটিকা সফরে দেশে এসে পিয়া শেষ করেছেন স্যানমার মহানগর গ্রীন পার্ক’-এর বিজ্ঞাপনের শুটিংয়ের কাজএ রিয়েল এস্টেট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্ব্যাসাডর হিসেবে কাজ করছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালআর তার সঙ্গেই এ বিজ্ঞাপনে দেখা যাবে পিয়াকেএই বিজ্ঞাপনটি বুধবার থেকে প্রচার শুরু হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে
ভারতে দুমাসের সফর শেষে আগামী মাসের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন পিয়া সেখান থেকে এসেই ব্যাংককে উড়ে যাবেন পরিবারের সঙ্গেসেখানে ছুটি কাটিয়ে দেশে ফিরে চলচ্চিত্রের কাজে মনোযোগী হবেন তিনিপিয়া অভিনীত স্টোরি অফ সামারা’, ‘প্রবাসিনীর প্রেমগ্যাংস্টার রিটার্নসছবি তিনটি মুক্তির অপেক্ষায় রয়েছেএ ছবি তিনটি নতুন বছরে মুক্তি পাওয়ার কথা রয়েছেআর নতুন বছর থেকে নতুন ছবির কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন পিয়া


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: