Saturday, 13 December 2014

কেন রূপালি জগত থেকে হারিয়ে যাচ্ছেন ববি?


ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে টিকে থাকা কষ্টকরই বটেএ কারণেই নিত্য-নতুন নায়িকা আসছেন, আবার অল্পদিনেই কালের গহ্বরে হারিয়ে যাচ্ছেনঅচিরেই এ তালিকায় নাম লেখাবেন চিত্রনায়িকা ববিকারণ গত দুই বছরে কয়েকটি ছবি দিয়ে আলোড়ন তুললেও বর্তমানে তার হাতে নতুন কোনো ছবি নেই
সমালোচকদের, গ্ল্যামারের জায়গা থেকে ববি শতভাগ পারফেক্ট হলেও অভিনয়ে খুবই দুর্বলএ কারণেই পরিচালকরা তাকে নতুন কোনো ছবিতে নিচ্ছেন নাএদিকে গত কয়েক মাস ধরে নতুন ছবিতে চুক্তিবদ্ধ না হতে পেরে ববি অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেনতাই তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ববি প্রতিবছর একটি করে ছবি প্রযোজনা করবেনওই ছবিতে নিজেই নায়িকা হিসেবে অভিনয় করবেনঢাকাই চলচ্চিত্রে টিকে থাকার লড়াইয়ে ববির এটা কৌশলও বটে
২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত 'খোঁজ: দ্য সার্চ' ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন ববিএ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি এরপর তার 'দেহরক্ষী', 'ফুল অ্যান্ড ফাইনাল' 'ইঞ্চি ইঞ্চি প্রেম' ছবি তিনটি স্বল্প সময়ের ব্যবধানেই মুক্তি পায়তবে এর কোনোটিই দর্শকদের নজর কাড়তে পারেনিএরপর ববি অভিনীত 'রাজত্ব' ছবিটি মুক্তি লাভ করেশাকিব খানের কারণে ছবিটি আলোচনায় থাকলেও ববির অভিনয়ে দুর্বলতা থেকেই যায়সর্বশেষ গত ঈদে ববির দুটি ছবি মুক্তি পেয়েছেছবি দুটি হচ্ছে_ বদিউল আলম খোকনের 'হিরো: দ্য সুপারস্টার' এবং মোহাম্মদ হোসেনের 'আই ডোন্ট কেয়ার'
এরমধ্যে 'হিরো: দ্য সুপারস্টারে' তার নায়ক ছিলেন শাকিব খানছবিটি অনেকটা ব্যবসা সফলতা অর্জন করলেও এর বিরুদ্ধে নকলে অভিযোগ ওঠায় বোদ্ধামহলের সমর্থন হারিয়েছেঅন্যদিকে 'আই ডোন্ট কেয়ার' ছবিতে ববির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠেছেসবমিলিয়ে দুটি ছবি নিয়েই বিপাকে ছিলেন ববি
এদিকে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে ববি অভিনীত 'স্বপ্নছোঁয়া' ছবিটিশফিক হাসানের পরিচালনায় এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন ছবির মাধ্যমেই সাইমনের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তিনিএ কারণে ছবিটি ববির জন্য অনেকটাই চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়িয়েছেএছাড়া ববির হাতে আর মাত্র দুটি উল্লেখযোগ্য ছবি রয়েছেইফতেখার চৌধুরীর 'অ্যাকশন জেসমিন' 'ওয়ান-ওয়ে' শীর্ষক এ ছবি দুটিই ববির ক্যারিয়ারের শেষ ভরসা




SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: