Saturday, 20 December 2014

এফএমে হ্যাপী নতুন চমক দেখাবেন

আগামীকাল রাত সাড়ে দশটায় আবারও বোমা ফাটাবেন নাজনিন আখতার হ্যাপী। এই মুহূর্তে সবে য়ে আলোচিত মুখ হ্যাপী কাল আসবেন ঢাকা এফএমে। ১৯ বছরের এই নায়িকার চলচ্চিত্রে আগমন, অভিনয় জীবন, আগামীর কাজ নিয়ে কথা বলবেন তিনি। তা ছাড়াও হ্যাপীর দাবি করা জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে সম্পর্কে জড়ানো নিয়েও বিস্তারিত বলবেন তিনি।
এই প্রথম সরাসরি কোনও মিডিয়াতে সম্পর্কের শুরু থেকে এখন পর্যন্ত বিস্তারিত সবকিছুই বলবেন হ্যাপী। আগামীকাল রাত দশটায় ঢাকা এফএম ৯০.৪-এর বিশেষ অনুষ্ঠান ‘অন্ধকারের গল্পে’ সরাসরি উপস্থিত থাকবেন নাজনিন আখতার হ্যাপী। অনুষ্ঠান চলাকালীন ফোনে ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গেও কথা বলার চেষ্টা করা হবে বলে জানা গেছে।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: