Saturday, 20 December 2014

ঊর্ধ্বাঙ্গের পোশাক সম্পূর্ণ খুলতে আগ্রহি বিপাশা


বর্তমানে বেশ আলোচনার মধ্যে রয়েছেন অভিনেত্রী বিপাশা বসুতার আপকামিং সিনেমা অ্যালন-এ তিনি টপলেস দৃশ্যে অভিনয় করেছেন, এই খবর শোনা যাচ্ছিল অনেক দিন ধরেইকিন্তু সেই দৃশ্য কেমন, ভারতীয় সংবাদমাধ্যমকে সেটা জানিয়েছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র আর তাতেই আলোচনার কেন্দ্রে বিপাশা
সিনেমাটিতে প্রচুর দৃশ্যে বিপাশাকে চুমু খেতে দেখা গেছে নায়ক করণকেএ ছাড়া এমন দুটি দৃশ্য রয়েছে যেখানে বিপাশা টপলেসতবে ক্যামেরার দিকে পিঠ করা অবস্থাতেই দর্শক দেখতে পাবেন তাকেছবির নায়ক তার মুখোমুখি থাকছেন
সিনেমাটির সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, সিনেমাটিতে একটি তৃতীয় দৃশ্যও ছিল, যেখানে বিপাশাকে টপলেস অবস্থায় দেখা যাচ্ছিলকিন্তু সেই দৃশ্যটি শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়েছেকারণ দৃশ্যটি এতটাই হট ছিল যে, সিনেমার পরিচালক মনে করেছেন, এডিটিং করেও দৃশ্যটিকে কোনোভাবেই সেন্সর বোর্ডের ছাড়পত্রের উপযোগী করা যাবে না
এই দৃশ্যগুলো শ্যুট করতে রীতিমতো বেগ পেতে হয়েছেঅনেকবার রি-টেক করতে হয়েছেএমন দৃশ্যও আছে, যেটি ১১ বার রি-টেক হয়েছেদৃশ্যটিতে ক্যামেরাকে পেছনে রেখে বিপাশাকে দেখা যায় করণের সামনে ঊর্ধ্বাঙ্গের পোশাক সম্পূর্ণ খুলে ফেলতেস্পষ্ট বোঝা যায়, বিপাশার শরীরের উপরিভাগে কোনো পোশাক নেইজানিয়েছেন সিনেমার সংশ্লিষ্ট ব্যক্তিটি

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: