আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা তাদের প্রথম পুত্র সন্তান আরিজকে নিয়ে দেশে ফিরেছেন। গত ২৩শে নভেম্বর স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটে ব্যাংককের বামরুংরাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দিয়ে মা-বাবা হলেন অনন্ত জলিল এবং আফিফা নুসরাত বর্ষা। তার নামা রাখা হয়েছে আরিজ। আরবী এই নামটির অর্থ বুদ্ধিমান ও সম্মানিত। মা ও ছেলে দুজনেই ভালো আছেন বলে জানিয়েছিল তাদের প্রেস সহকারী সজিব এ সময় অনন্ত জলিল ব্যাংককেই ছিলেন বর্ষার পাশে।
জন্মের পর আরিজকে নিয়ে কিছুদিনের মধ্যেই অনন্ত-বর্ষা বাংলাদেশে পৌঁছাবেন বলেই জানিয়েছিল সজীব। কিন্তু অনেকটা নীরবেই গত ১৩ ডিসেম্বর ব্যাংকক থেকে ঢাকায় ফিরেন অনন্ত-বর্ষা ও তাদের সন্তান আরিজ। এই তথ্য সাংবাদিকদের জানান অনন্ত জলিলের প্রেস সহকারী সজিব ।
তবে অনন্ত-বর্ষা সন্তান জন্মের আগে থেকেই যখন তাদেরকে ভালবাসে এমন উৎসুক দর্শকরা তাকিয়ে আছে তাদের সন্তানকে দেখার জন্য। কিন্তু অনন্ত-বর্ষা প্রথম থেকেই জন আরিজের এই পৃথিবীতে আগমনের শুরু থেকেই কেমন একটা লুকোচুরি খেলছে। কেন এই লুকোচুরি তাও হয়তো কিছুদিনের মধ্যেই জানা যাবে।

0 comments: