Monday, 22 December 2014

২০১৪ বলিউডের যতো ব্রেকআপ

কতো কারণেই না ভেঙে যায় নায়ক-নায়িকা কিংবা অন্য সেলিব্রেটিদের বিয়ে। কিন্তু সবগুলোর পেছনে আসল কারণটা অনেক সময় আড়ালেই থেকে যায়। যদিও তাদের এই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণগুলো যতোটা না গুরুত্বপূর্ণ হয় তার থেকে বেশি হাস্যকর ও অদ্ভুত।
এবার জেনে নেই ২০১৪ সালে বলিউডের ভেঙে যাওয়া জুটিদের গল্প।
ফ্রিদা-দেব :
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত স্লামডগ মিলিয়নিয়ার ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল এবং ভারতীয় মডেল ও অভিনেত্রী ফ্রিদা পিন্টো। দীর্ঘ ছয় বছরের টানাপেড়েনের পর এবার সত্যি সত্যি তাদের সম্পর্ক ভেঙে গেলো।

 বিপাশা-হারমান :
জন আব্রাহামের পর বিপাশা বসু অভিনেতা হারমান বায়েজার সঙ্গে বেশ ক’দিন ধরেই প্রেম করছিলেন। কিন্তু সেটিও বেশিদিন টিকেনি। একে অপরকে বিয়ে করছেন এমন গুজবের মধ্যেই তাদের ব্রেকা আপের খবর প্রকাশ হয়। এক সময় অবশ্য বিপাশা ও হারমান জানিয়েছিলেন যে, তারা তাদের সম্পর্ক থেকে স্রেফ কয়েকদিনের ছুটি নিচ্ছেন। তারা কেউই একে অপরের কাছ থেকে বিচ্ছেদ নিচ্ছেন না। অথচ হলোটা কি।
করণ-জেনিফার :
বিপাশা আর হারমানের ব্রেক আপের পর শোনা গেল বিপাশার নতুন ছবি ‘অ্যালোন’র সহ অভিনেতা করণ সিং গ্রোভার আর তার স্ত্রী জেনিফারের ডিভোর্সের কথা। করণ টুইটারে নিজেই প্রথম ডিভোর্সের কথা জানান সবাইকে। আর এর কারণ হিসেবে ধরা হচ্ছে বিপাশা বসুকেই। শোনা যাচ্ছে অ্যালোন করতে গিয়ে বিপাশা আর করণ নাকি একটু বেশিই মাখামাখি করেছেন। তবে বিপাশা সাফ জানিয়ে দিয়েছেন, আমি করণের সঙ্গে কোনো রকম ডেটিং করছি না।

 পূজা-মনিশ :
এ বছরই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন ৪২ বছর বয়সী বলিউডের প্রাক্তন নায়িকা এবং পরিচালক পূজা ভাট। মনিশ মাখিজার সঙ্গে ১১ বছরের সম্পর্কের ইতি ঘটালেন পরিচালক মহেশ ভাটের কন্যা পূজা। বিচ্ছেদের পর তিনি নিজেই টুইটারে বিষয়টি জানিয়েছেন। মনিশের সঙ্গে পূজার প্রথম দেখা হয় পাপ ছবির সেটে। এরপর তারা ২০০৩ সালে বিয়ে করেন।
ঋত্বিক-সুজান :
এ বছরের ৩১ অক্টোবর ভারতের বান্দ্রা আদালতে বলিউড স্টার ঋত্বিক রোশান এবং সুজানা খানের বিয়ে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয়। আদালতের রায়ের মধ্য দিয়ে রোশন দম্পতির ১৬ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে। গত বছর ১৩ ডিসেম্বর ঋত্বিক ও সুজান আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন। সেই সময় থেকেই তারা আলাদা থাকছেন। তাদের সন্তান দু’জনের কাছেই থাকছে।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: