Monday, 15 December 2014

সালমান যখন সিনেমা ব্যবসায়ীদের জন্য দুশ্চিন্তার কারণ!


সালমান মানেই যেন ব্যবসাসফল সিনেমা আর শত কোটির ক্লাবে প্রবেশ করাআর তাই তো পরিচালকরা সালমানকে যেন বেশী চানযেই সালমান সিনেমা ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাতেন সেই সালমান এখন তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন!
গেল কয়েকটা দিন বেশ শঙ্কায় কেটেছে বলিউড বণিকদেরকারণ, গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলার রায়ে সালমানের পরিণতি কী হবে, এ নিয়ে দ্বিধার শেষ ছিল নাসালমানের জেলে যাওয়া মানেই শত শত কোটি রুপির আটকে যাওয়াতাই সালমান-ভক্তদের চেয়ে তার ওপর লগ্নিকারীরাই এবার বেশি জপেছেন ঈশ্বরের নাম
বলিউড সিনেমা ব্যবসায়িরা জানিয়েছেন, সালমানের যদি কারাদণ্ড হয় তবে ৭০০ কোটি রুপি আটকে যাবে চলচ্চিত্র, পণ্যের প্রচারণা আর টিভি শোয়ের জের ধরে সালমানের ওপর এখন শতকোটি রুপি বিনিয়োগের বোঝা চেপেছেআর এ বোঝা নিয়ে সালমানের কারাবাস বলিউডের জন্য মারাত্মক লোকসানের কারণ হতে পারেতাই এ দফায় সালমানের কারাবাস পিছিয়ে যাওয়ায় কয়েকটা দিন স্বস্তিতে কাটবে বলিউড ব্যবসায়ীদের
সূত্র: ডেইলি ভাস্কর

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: