Monday, 15 December 2014

দাবাং থ্রি অবশ্যই বানানো হবে: আরবাজ


বলিউড অভিনেতা এবং সিনেমা নির্মাতা আরবাজ খান বিভিন্ন বয়সে জীবনের খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেনএসব সিদ্ধান্ত তিনি নিজে থেকেই নিয়েছেন ২৯ বছর বয়সেই খলচরিত্রে অভিনয় করা, ৩০ বছরেই মালাইকাকে বিয়ে করা অথবা ৪৩ বছরে দাবাং টু এর মত সিনেমা পরিচালনা করার মতো সিদ্ধান্ত পুরোটাই তার ছিল
অবশ্য সময়ই বলে দেবে আরবাজের নতুন সিনেমা ডলি কি ডোলিঅক্ষয় কুমারেরবেবিসিনেমার সঙ্গে একই সময়ে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়াটা আদৌ ঠিক হয়েছে কিনাতবে আরবাজকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হচ্ছে তার এই নতুন সিনেমা নিয়ে
সম্প্রতি আরবাজের কাছে জানতে চাওয়া হয়, তিনি দাবাং থ্রি পরিচালনা করার কোন সিদ্ধান্ত নিয়েছেন কিনাতিনি এ ব্যাপারে জানান, তার ভাই সালমান খান অন্য সিনেমার পরিচালকদের দেয়া শিডিউল নিয়ে এখন ব্যস্ত রয়েছেনদাবাং থ্রি সিনেমাটি অবশ্যই হবে, তবে তা নিয়ে কোন তারাহুড়ো নেইদাবাং একটি ব্র্যান্ড হয়ে গিয়েছে এবং এই সিনেমায় সালমান খানের চরিত্রটিও একটি ব্র্যান্ড হয়ে গিয়েছে
আরবাজ আরও বলেন, সালমান এবং তিনি দুইজনেই দাবাং থ্রি নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন যখন তারা বুঝবেন সিনেমার কাহিনিকে কোন দিকে নিলে ভালো হবে
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: