Monday, 15 December 2014

প্রেমহীন সোনম কাপুর বেশ ভালই আছেন!



বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর 'ডলি কি ডোলি' সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করলেও তিনি নাকি বাস্তব জীবনে খুব শীঘ্রই বিয়ে করছেন না মিস্টার রাইট হতে হলে যা কিছু লাগে, সেই সব নিয়েও তিনি খুব দ্বিধায় আছেন
আরবাজ খানের প্রযোজনায় 'ডলি কি ডোলি' সিনেমাতে তাকে বধূবেশে দেখা যাবেআর সে কারণেই তার কাছে জানতে চাওয়া সত্যিকার অর্থেই তাকে বধূর সাজে কবে দেখা যাবে
তিনি বলেন, অনেক সময় পড়ে আছেআমি এখনো একা আছি এবং আমি খুব ভালো আছি আমার মনে হয় আমি খুবই দ্বিধান্বিতআমি ঠিক জানি না কী ধরনের একজন মানুষকে আমার প্রয়োজন
সোনম কমেডি ধারার এই সিনেমা মুক্তির অপেক্ষায় আছেনতিনি বলেন, আমার মনে হয় কমেডি সিনেমা করা অনেক কঠিন
উল্লেখ্য, অভিষেক ডোগরা পরিচালিত 'ডলি কি ডোলি' সিনেমাতে আরও অভিনয় করেছেন রাজকুমার রাওসোনম কাপুর অভিনীত অন্যান্য সিনেমার মধ্যে খুবসুরাত এবং ভাগ মিলখা ভাগ অন্যতম
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: