আরবাজ খানের প্রযোজনায় 'ডলি কি ডোলি' সিনেমাতে তাকে বধূবেশে দেখা যাবে। আর সে কারণেই তার কাছে জানতে চাওয়া সত্যিকার অর্থেই তাকে বধূর সাজে কবে দেখা যাবে।
তিনি বলেন, অনেক সময় পড়ে আছে। আমি এখনো একা আছি এবং আমি খুব ভালো আছি। আমার মনে হয় আমি খুবই দ্বিধান্বিত। আমি ঠিক জানি না কী ধরনের একজন মানুষকে আমার প্রয়োজন।
সোনম কমেডি ধারার এই সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন। তিনি বলেন, আমার মনে হয় কমেডি সিনেমা করা অনেক কঠিন।
উল্লেখ্য, অভিষেক ডোগরা পরিচালিত 'ডলি কি ডোলি' সিনেমাতে আরও অভিনয় করেছেন রাজকুমার রাও। সোনম কাপুর অভিনীত অন্যান্য সিনেমার মধ্যে খুবসুরাত এবং ভাগ মিলখা ভাগ অন্যতম।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

0 comments: