Tuesday, 16 December 2014

ডামি ছাড়াই ঝুঁকিপূর্ণ দৃশ্যে অপু বিশ্বাস


ভক্তদের চমকে দেয়াই যেন অপু বিশ্বাসের কাজ হয়ে দাঁড়িয়েছেবেশ কিছুদিন আগে বাড়তি মেদ ঝড়িয়ে ভক্তদের চমকে দেন এই রূপসী তারকাআর এবার কোন ডামি ছাড়াই ঝুঁকিপূর্ণ একটি দৃশ্যে অভিনয় করে আবারও খবরের শিরোনামে পরিণত হন
ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনেতা-অভিনেত্রীরা ডামি ব্যবহার করেনসাধারণত এটাই নিয়ম কিন্তু অপু বিশ্বাস এবার কোনো ডামি ছাড়াই ঝুঁকিপূর্ণ একটি দৃশ্যে অংশ নিলেনদৃশ্যটি ছিল একটি টেবিলের কাঁচ হাত দিয়ে আঘাত করে ভেঙে ফেলারআর তা সফলভাবেই শেষ করেছেন অপুউত্তরার মন্দিরা শুটিং হাউসে মাই ডার্লিং সিনেমার শুটিংয়ে এই দৃশ্যটি ধারণ করা হয়
অপু সংবাদমাধ্যমকে বলেন, দৃশ্যটি করার জন্য পরিচালক ডামি ব্যবহার করতে চেয়েছিলেনকিন্তু দৃশ্যটি আমার কাছে বাস্তবসম্মত মনে হচ্ছিল নাসে কারণেই কাজটা করতে হলোএ ধরনের ঝুঁকিপূর্ণ দৃশ্য এবারই প্রথম করলামনতুন একটা অভিজ্ঞতা হলো
তিনি আরও বলেন, হাতে সামান্য ব্যথা পেয়েছিএছাড়া তেমন কিছু হয়নি

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: