১৯৫১ সাল থেকে শুরু হওয়া বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা আজও অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবারের মতো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছরের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা সম্পন্ন হয়ে গেল। মোট ১২১টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শিরোপা জিতে নিলেন দক্ষিণ আফ্রিকার ২২ বছর বয়সী লাস্যময়ী রলিন স্ট্রস।
এতে প্রথম রানারআপ হন হাঙ্গেরির এডিনা কুলসার। আর যুক্তরাষ্ট্রের এলিজাবেথ সাফরিত হন তৃতীয়। গতকাল রোববার লন্ডনে ৬৪তম এই বার্ষিক প্রতিযোগিতার আসর বসে।



0 comments: