Tuesday, 16 December 2014

বিশ্ব সুন্দরীর মুকুট এবার আফ্রিকার ঝুলিতে, দেখুন সেই মুহূর্তগুলো


১৯৫১ সাল থেকে শুরু হওয়া বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা আজও অনুষ্ঠিত হয়ে আসছেপ্রতিবারের মতো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছরের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা সম্পন্ন হয়ে গেলমোট ১২১টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শিরোপা জিতে নিলেন দক্ষিণ আফ্রিকার ২২ বছর বয়সী লাস্যময়ী রলিন স্ট্রস
এতে প্রথম রানারআপ হন হাঙ্গেরির এডিনা কুলসারআর যুক্তরাষ্ট্রের এলিজাবেথ সাফরিত হন তৃতীয়গতকাল রোববার লন্ডনে ৬৪তম এই বার্ষিক প্রতিযোগিতার আসর বসে


 

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: