এক দেশে এক
বিটাউন ছিল। ছিল তার এক
সম্রাজ্ঞ। সেই
সম্রাজ্ঞে রাজ করতেন দুই খান সালমান ও
শাহরুখ। তাদের ছিল
আকাশ ছোঁয়া জনপ্রিয়তার সাথে সাথে অঢেল সম্পদ। খ্যাতিতে ছিল ভক্তকুলের অন্ধ ভালবাসা। না এটা কোন কাল্পনিক রূপকথার গল্প নয়। বলিউডের
দুই খানের কথা বলছি।
সম্পদ ও জনপ্রিয়তার দিকে দিয়ে কার অবস্থান কত সম্প্রতি এ নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস ইন্ডিয়া সাময়িকী। সাময়িকীটি ২০১৪ সালে ১০০ তারকার আয় ও জনপ্রিয়তার অবস্থান নিয়ে তালিকাটি প্রকাশ করেছেন।
তালিকা অনুযায়ী বলিউড বাদশা শাহরুখ খানকে পেছনে ফেলে ২০১৪ সালে তারকাদের মধ্যে সর্বোচ্চ আয়ের মালিক বনেছেন দাবাং তারকা সালমান খান।
২৪৪.৫ কোটি রুপি আয় করে শীর্ষে রয়েছেন এই অভিনেতা। অথচ গত বছর তার অবস্থান ছিল তিন নম্বরে।
এর ঠিক উল্টোটা ঘটেছে বলিউড বাদশার ক্ষেত্রে। গত বছর শাহরুখ খান তালিকার শীর্ষে ছিলেন। এবারের ২০২.৪ কোটি রুপি আয় করে গতবারে তিন নম্বরে থাকা সালমান খানের অবস্থানে চলে গেছেন তিনি।
অর্থ এবং জনপ্রিয়তা দুটি জিনিস নিয়ে এই তালিকা তৈরি করে ফোর্বস। দুটো বিভাগেই সালমান খান শীর্ষস্থানে রয়েছেন।
সাময়িকীর তথ্য অনুযায়ী শাহরুখ খানের জনপ্রিয়তাও কমে গছে। জনপ্রিয়তার তালিকায় তার বর্তমান অবস্থান ৭।
এছাড়া এই তালিকায় বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় এবং জনপ্রিয়তার তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন। দুটো বিভাগ মিলে তার অবস্থান দুইয়ে।
দুটো বিভাগে সেরা ১০ তারকার মধ্যে ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি চতুর্থ, অভিনেতা অক্ষয় কুমার পঞ্চম, ক্রিকেটার বিরাট কোহলি ৬ষ্ঠ, অভিনেতা আমির খান সপ্তম, অভিনেত্রী দীপিকা পাডুকোনে অষ্টম, অভিনেতা ঋতিক রোশন নবম এবং ভারতীয় ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার ১০ম স্থানে রয়েছেন।
সম্পদ ও জনপ্রিয়তার দিকে দিয়ে কার অবস্থান কত সম্প্রতি এ নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস ইন্ডিয়া সাময়িকী। সাময়িকীটি ২০১৪ সালে ১০০ তারকার আয় ও জনপ্রিয়তার অবস্থান নিয়ে তালিকাটি প্রকাশ করেছেন।
তালিকা অনুযায়ী বলিউড বাদশা শাহরুখ খানকে পেছনে ফেলে ২০১৪ সালে তারকাদের মধ্যে সর্বোচ্চ আয়ের মালিক বনেছেন দাবাং তারকা সালমান খান।
২৪৪.৫ কোটি রুপি আয় করে শীর্ষে রয়েছেন এই অভিনেতা। অথচ গত বছর তার অবস্থান ছিল তিন নম্বরে।
এর ঠিক উল্টোটা ঘটেছে বলিউড বাদশার ক্ষেত্রে। গত বছর শাহরুখ খান তালিকার শীর্ষে ছিলেন। এবারের ২০২.৪ কোটি রুপি আয় করে গতবারে তিন নম্বরে থাকা সালমান খানের অবস্থানে চলে গেছেন তিনি।
অর্থ এবং জনপ্রিয়তা দুটি জিনিস নিয়ে এই তালিকা তৈরি করে ফোর্বস। দুটো বিভাগেই সালমান খান শীর্ষস্থানে রয়েছেন।
সাময়িকীর তথ্য অনুযায়ী শাহরুখ খানের জনপ্রিয়তাও কমে গছে। জনপ্রিয়তার তালিকায় তার বর্তমান অবস্থান ৭।
এছাড়া এই তালিকায় বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় এবং জনপ্রিয়তার তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন। দুটো বিভাগ মিলে তার অবস্থান দুইয়ে।
দুটো বিভাগে সেরা ১০ তারকার মধ্যে ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি চতুর্থ, অভিনেতা অক্ষয় কুমার পঞ্চম, ক্রিকেটার বিরাট কোহলি ৬ষ্ঠ, অভিনেতা আমির খান সপ্তম, অভিনেত্রী দীপিকা পাডুকোনে অষ্টম, অভিনেতা ঋতিক রোশন নবম এবং ভারতীয় ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার ১০ম স্থানে রয়েছেন।

0 comments: