তারকাদের সবসময়ই খুব পরিপাটি দেখে আসি। এই পরিপাটির ব্যাপারটি পোশাক-আশাক থেকে শুরু করে আচরণেও লক্ষ্য করা যায়। তবে অনেক সময় নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেন না। মনের অভিব্যক্তি প্রকাশ নানা অঙ্গভঙ্গিমায়। হ্যাঁ ঠিকই ধরেছেন। প্রিয়.কম তার বিনোদন পাঠকদের জন্য নিয়ে এলো বিশ্বের জনপ্রিয় সব তারকাদের মজার মজার যত বিকৃত অঙ্গভঙ্গি।
কি আর দেরি সহ্য হচ্ছে না তো? তবে চলুন আর অপেক্ষা না করে দেখে নেই, বলিউডের জনপ্রিয় তারকাদের বিভিন্ন সময়-বিভিন্ন পরিস্থিতিতে অদ্ভুত মজার যত অঙ্গভঙ্গিগুলো। এই তালিকায় প্রিয়াংকা চোপড়া থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর এবং বলিউডের সুদর্শন নায়ক অর্জুন কাপুর- রণভীর সিংও রয়েছেন। কি অবাক হচ্ছেন তো। কৌতূহল জমিয়ে রাখুন। নিচের ছবিগুলো আপনাকে অবাক করার সাথে সাথে বেশ আনন্দও দিবে বৈকি।






0 comments: