Friday, 19 December 2014

সানির স্বপ্ন সালমানের সঙ্গে অভিনয়ের


বলিউডের অনেক তারকার কাছে সালমান খান গডফাদার হিসেবেই পরিচিতসালমানের হাত ধরে বলিউড মাতানো নায়িকাদের সংখ্যাও কম নয়এই তালিকায় যোগ হওয়া উল্লেখযোগ্য তারকা বলিউড বেবিডল ও ইন্টারনেট দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় নায়িকা সানি লিওনইন্টারনেটে জনপ্রিয়তার দৌড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সুপারস্টার সালমান খানকেও পেছনে ফেলে দিয়েছেন সানি লিওন
সম্প্রতি সানি জানান, তিনি সালমানের সঙ্গে চলচিত্রে অভিনয়ের স্বপ্ন দেখেন
ফিল্মবিট জানায়, সালমানকে নিজের গডফাদার মনে করেন সানি লিওনসালমানের জন্যই আজকের সানিকে সবাই চেনেনবিগ বস-ফাইভের মঞ্চে সালমানের শুভকামনা ও পরামর্শই সানির পথপদর্শক হিসেবে কাজে দিয়েছে
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড বেবিডল সালমান বন্দনায় বলেন, ‘বলিউডে হ্যান্ডসাম তারকা সালমানই সেই মানুষ, যার জন্য আমি আজ এরকম একটি ¯’ানে জায়গা করে নিতে পেরেছিবিগ বসের ঘর থেকে শুরকরে মঞ্চের শেষদিন পর্যন্ত সালমান আমাকে শুভকামনা ও প্রেরণা দিয়েছেন, যা আমাকে এতদূর এগিয়ে আসতে সহায়তা করেছেআমি জানি, সালমানের সঙ্গে অভিনয় করার স্বপ্ন এক দিন পূরণ হবে এবং ততদিন পর্যন্ত আমি সালমানের সিনেমা দেখতেই থাকব

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: