Friday, 19 December 2014

বাস্তব জীবনেই কি শাবনূর দজ্জাল বউ?


শিরোনাম পড়ে মনে অনেক প্রশ্নই জাগতে পারেকেননা তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েই রটে যত রটনাতবে কি দজ্জাল মনোভাবের কারণেই ব্যক্তিগত জীবনে সুখে নেই এই অভিনেত্রী?
না, এমন কিছুই নয় বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এই জনপ্রিয় অভিনেত্রীকে এখন আর সেভাবে সিনেমাতে দেখা যায় নাঅস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেও শুটিং শুরু করেননি শাবনূরআসছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই শুটিং শুরু করবেন বলে জানালেন
সেই লক্ষ্যে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন সালাহউদ্দিন লাভলুর 'জনম জনম' সিনেমাতেএতে তিনি অভিনয় করবেন বাড়ির দজ্জাল বড় বউ চরিত্রেএর আগে 'মোল্লা বাড়ির বউ', 'চার সতীনের ঘর'সহ কয়েকটি সিনেমাতে বউয়ের চরিত্রে অভিনয় করলেও এবারই প্রথম দজ্জাল বড় বউ হিসেবে দেখা যাবে এই অভিনেত্রীকেতবে দজ্জাল হলেও চরিত্রটি নেতিবাচক নয় বলেই জানালেন শাবনূর
শাবনূর বলেন, “সিনেমাতে আমার সতিন হিসেবে থাকছেন নিপুণগল্পটি মজার লাভলু ভাই বরাবরই কমেডির মধ্য দিয়ে দর্শকদের মাঝে একটি সুন্দর বার্তা পৌঁছে দেনএবারও ব্যতিক্রম হচ্ছে নাডিসেম্বরেই শুটিং শুরু হওয়ার কথা ছিলআমি শিডিউল দিতে পারিনিফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুটিং করব



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: