Tuesday, 4 November 2014

অবশেষে শুরু হল সালমান-কারিনার ‘বাজরাঙ্গি ভাইজান’র শুটিং


অবশেষে বহু কাঠখড় পেরিয়ে কবির খান তার পরবর্তী সিনেমা বাজরাঙ্গি ভাইজান’-এর কাজ শুরু করলেনদিল্লীর শুটিং স্পটে ইতোমধ্যেই সিনেমার শুটিংয়ের কাজ শুরু করে দিয়েছে বাজরাঙ্গি ভাইজান'-এর পুরো টিমএই সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন সালমান খান এবং কারিনা কাপুর খান
সালমান খান আর কারিনা কাপুরের বিপরীতে কোন সিনেমাতে অভিনয় করবেন না এমন ঘোষণা দিয়েছিলেন খোদ সালমানইএদিকে এই সিনেমার জন্য সালমানের বিপরীতে কবিরের প্রথম পছন্দ ছিল কারিনা
কিন্তু সালমানের ইচ্ছার বিরুদ্ধে কোন কাজ করতে নারাজ কবিরআর তাই বেশ অনেক সময় নিয়েই সালমানকে বোঝান কবিরঅতঃপর সালমান আর না করতে পারেননি

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: