একে একে ৩ জন স্টার জন আব্রাহাম, হৃতিক রোশান ও আমির খান ধুম সিরিজের মাধ্যমে দর্শকদের মাঝে নতুন করে যায়গা করে নিয়েছেন। আর এতে দারুণ ঈর্ষায় কাতর হয়ে পড়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।
এর আগে যশ রাজ প্রোডাকশনের সঙ্গে অনেক ব্লগ ব্লাস্টার সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ। এমনকি কিং খানের পরবর্তী সিনেমা ‘ফ্যান’ যশ রাজ প্রযোজনা সংস্থা থেকেও নির্মিত হয়েছে। কিন্তু ধুম সিরিজে ছিলেন না তিনি। তাই এবার তার টার্গেট ধুম ফোর। ধুম ফোর সিনেমায় শাহরুখ নিজের সবটুকু মেলে ধরতে চান।
ধুম ফোরে অভিনয়ের ব্যাপারে বলিউড সুপারস্টার বলেন, ধুম সিরিজের সিনেমাগুলো আমার অনেক পছন্দের। আমাকে যদি ধুম সিরিজের পরবর্তী সিনেমায় নেয় তাহলে আমি অবশ্যই এতে কাজ করব।
৪৯ বছর বয়সী বলিউডের এ তারকা আরো বলেন, যদিও আদিত্য আমাকে এ সিনেমাতে অভিনয়ের বিষয়ে কখনো বলেনি। আর আমার ভক্তরা আমার কাছ থেকে অনেক কিছু আশা করে। আমি আমার ভক্তদের হতাশ করতে চাই না। এ সিরিজে কাজ করে তাদের নতুন কিছু দিতে চাই।
উল্লেখ্য, ২০০৪ সালে প্রথমবারের মতো বের হয়েছিল ধুম সিরিজের প্রথম সিনেমা আর গত ডিসেম্বরে মুক্তি পায় এ সিরিজের আলোড়ন সৃষ্টিকারি সর্বশেষ সিনেমা। যাই হোক এখন শাহরুখের ধুম ফোর কবে দেখা যাবে পর্দায়। সে চিন্তায় এখন কিং খানের ভক্তরা।

0 comments: