Wednesday, 5 November 2014

ধুম ফোরে নতুন কিছু দেবেন শাহরুখ


একে একে ৩ জন স্টার জন আব্রাহাম, হৃতিক রোশান ও আমির খান ধুম সিরিজের মাধ্যমে দর্শকদের মাঝে নতুন করে যায়গা করে নিয়েছেনআর এতে দারুণ ঈর্ষায় কাতর হয়ে পড়েছেন বলিউড বাদশা শাহরুখ খান
এর আগে যশ রাজ প্রোডাকশনের সঙ্গে অনেক ব্লগ ব্লাস্টার সিনেমা উপহার দিয়েছেন শাহরুখএমনকি কিং খানের পরবর্তী সিনেমা ফ্যানযশ রাজ প্রযোজনা সংস্থা থেকেও নির্মিত হয়েছেকিন্তু ধুম সিরিজে ছিলেন না তিনিতাই এবার তার টার্গেট ধুম ফোরধুম ফোর সিনেমায় শাহরুখ নিজের সবটুকু মেলে ধরতে চান

ধুম ফোরে অভিনয়ের ব্যাপারে বলিউড সুপারস্টার বলেন, ধুম সিরিজের সিনেমাগুলো আমার অনেক পছন্দেরআমাকে যদি ধুম সিরিজের পরবর্তী সিনেমায় নেয় তাহলে আমি অবশ্যই এতে কাজ করব

৪৯ বছর বয়সী বলিউডের এ তারকা আরো বলেন, যদিও আদিত্য আমাকে এ সিনেমাতে অভিনয়ের বিষয়ে কখনো বলেনিআর আমার ভক্তরা আমার কাছ থেকে অনেক কিছু আশা করেআমি আমার ভক্তদের হতাশ করতে চাই নাএ সিরিজে কাজ করে তাদের নতুন কিছু দিতে চাই

উল্লেখ্য, ২০০৪ সালে প্রথমবারের মতো বের হয়েছিল ধুম সিরিজের প্রথম সিনেমা আর গত ডিসেম্বরে মুক্তি পায় এ সিরিজের আলোড়ন সৃষ্টিকারি সর্বশেষ সিনেমা যাই হোক এখন শাহরুখের ধুম ফোর কবে দেখা যাবে পর্দায়সে চিন্তায় এখন কিং খানের ভক্তরা

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: