Tuesday, 25 November 2014

আমরা ইন্ডিয়ান, এর মানে এই নয় যে আমরা সেক্সি নই!


টিভি তারকা কিম কার্দাশিয়ান গোটাবিশ্বে আলোড়ন তুলেছেন পেপারপত্রিকায় নিজের নগ্ন ছবি দিয়েসামাজিক যোগাযোগ মাধ্যমে কিমের সেই নগ্ন ছবি প্রকাশের পর তার প্রভাব পড়েছে সারা বিশ্বেইভারতের তারকাদের মনেও ধরেছে কিমের সেই নগ্ন ছবিএবারে সোফিয়ার পর নিজের নগ্ন ছবি পোস্ট করলেন রিয়েলিটি শো তারকা পূজা মিশ্রা
বিগ বস-এর প্রাক্তন প্রতিযোগী সোফিয়া হায়াতের পর স্পেয়ার মি খ্যাত পুজা মিশ্রাও তার অর্ধনগ্ন ছবি টুইটারে পোস্ট করেছেনসোফিয়া অবশ্য অজুহাতহিসেবে ইডেনে জোড়া শতকের রেকর্ডের মালিক রোহিত শর্মাকে তার নগ্ন ছবি উৎসর্গ করার কথা জানিয়েছিলেন
পুজা মিশ্রা এমন কোনো কথা জানাননিটুইটারে পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফ্রম অ্যা নান টু নোম্যাড! এনজয়! বলিউডের এ মডেল-অভিনেত্রী প্রথম বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছিলেন রিয়েলিটি শো বিগ বস সিজন ফাইভেথাকার সময়সে সময় নানা কারণে বিতর্কিত হয়েছিলেন এ তারকা
তবে এই প্রথম তিনি তার এ ধরণের নগ্ন ছবি প্রকাশ করলেনএ তারকা তার টুইটার বার্তায় যে ছবি দিয়েছেন যেখানে এ তারকাকে দেখা গেছে উন্মুক্ত বক্ষে এবং তার মাথায় ছিল নানদের মাথার স্কার্ফ
এ ধরণের ছবি প্রকাশ করা প্রসঙ্গে এ তারকা বলেন, ‘আমি এ ছবি পোস্ট করেছি কারণ সবার নিজেদের ইন্দ্রিয় সম্পর্কে সচেতন এবং স্বাধীন হওয়া উচিৎকেউ যদি মনে করে তার শরীর সুন্দর তাহলে তা প্রকাশ করুকআমি আমার নানের বেশে যে ছবিটি দিয়েছি সেটি কোনো পাগলামি নয়আমার মনে যা এসেছে আমি তাই করেছিআমি একটা দৃষ্টান্ত তৈরির জন্য নিজের শরীরের ছবি প্রকাশ করেছিআমরা ইন্ডিয়ান, এর মানে এই নয় যে আমরা সেক্সি নই!

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: