Wednesday, 26 November 2014

পাওলি দামের প্রিয় পোশাক কোনটি?


কলকাতার নায়িকাদের মাঝে অন্যতম বিতর্কিত এই নায়িকাহলেনই বা বি গ্রেড সিনেমার নায়িকা, কিন্তু খোলামেলা পোশাকের কারণে সর্বদা আলোচনার শিরোনামে তিনি চরিত্রের প্রয়োজনে নগ্ন হয়েও অভিনয় করতে আপত্তি নেই যার, সেই পাওলির প্রিয় পোশাকটি আসলে কী? বাজি রেখে বলতে পারি যে পাওলির প্রিয় পোশাকের নাম শুনলে চমকে যাবেন আপনি!
আজকাল চরিত্রের প্রয়োজনে নায়িকারা বিভিন্ন ধরনের পোশাক পড়েনকিন্তু তাঁদের ব্যক্তিগত পছন্দের হদিশ মিলবে না সেখানেপাওলি দাম, এই টলিউড সুন্দরীকে প্রথম থেকেই আমরা খোলামেলা পোশাকে দেখতেই অভ্যস্তকিন্তু এই বঙ্গ-ললনার পছন্দ নাকি শাড়িতাও আবার লাল রঙের!
সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই তনয়া জানালেন, চরিত্রের প্রয়োজনে নগ্ন হয়ে সবার সামনে এলেও আমার প্রথম-দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হলো শাড়িতাই কোনো অনুষ্ঠানে আমি সব সময় শাড়ি পরতে বেশি ভালোবাসিসুতরাং হেট স্টোরিতে যতই খোলামেলা পোশাকে পর্দার সামনে আসুন না কেন এ দিল তো বাঙালিতাই ১২ হাতের শাড়ির তাঁর প্রথম পছন্দ


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: