Wednesday, 26 November 2014

আজকাল কী চাইছেন জেনি?


টিভি পর্দায় বিজ্ঞাপনে অসাধারণ নৈপুণ্য ও সু-অভিনয়ের কল্যাণে দর্শকের মন অনেক আগেই জয় করে রেখেছেন সুন্দরী অভিনেত্রী জেনিতবে এখানেই শেষ নয়আজকাল জেনির ইচ্ছেটা মোড় নিয়েছেন অন্যদিকে
এই সুঅভিনেত্রী জানিয়েছেন যে এখন চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছে তারযে কারণে ভাল গল্প ও চরিত্র পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনিএ প্রসঙ্গে জেনি বলেন, টিভি নাটকের ব্যস্ততার জন্য চলচ্চিত্রের ব্যাপারে এগিয়েও আগানো হয় নাতবে ভাল গল্প ও চরিত্র পেলে অবশ্যই চলচ্চিত্রে অভিনয় করবো
উল্লেখ্য যে মাত্র তিন বছর বয়সে বাবার হাত ধরে শোবিজে পা রাখেন জেনি তিব্বত ৫৭০ সাবানের সেই বিজ্ঞাপনের স্মৃতি যখন দর্শক ভুলেই যেতে বসেছেন, তখনই পূর্ণ তরুণী জেনি পর্দায় ফিরে আসেন পন্ডস ডেইলি ফেসওয়াশের বিজ্ঞাপনের মাধ্যমেজনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের বিপরীতে সেই বিজ্ঞাপনের মাধ্যমে তিনি দর্শকদের মাতিয়েছেনপরে এ্যাপোলো হসপিটাল, লিপটন ইয়েলো, মেরিল বেবি লোশনসহ বেশকিছু চমৎকার বিজ্ঞাপনে পারফর্ম করে দর্শক মন জয় করে জেনি নাম লেখান অভিনয়েরমিজের আয়নায় মুখ দেখিয়ে পরবর্তী সময়ে টুলেটশান্ত কুটিরসহ বেশকিছু নাটকে সু-অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নেন তিনি
জেনি বলেন, আজকের অবস্থানের জন্য আমি আমার ভক্তদের কাছে অনেক কৃতজ্ঞ কারণ, তারাই আমাকে ভালবাসা দিয়ে এ পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেনছোটবেলা থেকে আমি বিজ্ঞাপনের সঙ্গে জড়িত ছিলামএরপর বিজ্ঞাপন ও টিভি নাটকের অভিনয় করে দর্শকের কাছাকাছি আসতে পেরেছিসেজন্য তাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি
জেনি আরও বলেন, আমি যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে অভিনয় শিখিনি তাই অভিনয় করতে করতেই আমাকে তা শিখতে হয়েছেআমি একটি নাটকে কাজ করে যে অভিজ্ঞতা অর্জন করি, তা-ই পরবর্তী নাটকে কাজে লাগাইকাজ করতে গিয়ে একেকজনের কাছ থেকে অভিনয়ের বিভিন্ন কৌশল রপ্ত করেছিসত্যি বলতে কি, অভিনয়টা আসলে অবজারভেশনের বিষয়তবে বেশিরভাগ সময়ই চেষ্টা থাকে নিজের চরিত্রগুলোকে একটু আলাদাভাবে উপস্থাপনের
অভিনয় নিয়ে আগামীর ভাবনার কথা জানতে চাইলে তিনি বলেন, এখন অভিনয়ই আমার সবকিছুআমি অভিনয় নিয়েই থাকতে চাই আগামীতেওদর্শকদের আনন্দ দিতে চাই নিজেও অভিনয় করে আনন্দ পেতে চাই
কিছু বছর আগে বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজাকে বাবা-মায়ের অমতে ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী জেনিদীর্ঘ প্রেমের বিয়ে হলেও তাদের সংসার বেশিদিন টেকেনিবিচ্ছেদের পর আপাতত একলাই চলছেন এই মডেল অভিনেত্রী, ব্যস্ত আছেন নিজের ক্যারিয়ার নিয়ে


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: