তারকা বলেই যেন
তারা এতো বেশি আলোচিত এবং সমালোচিত। যা করেন তাই খবর বনে যেতে বাধ্য। এই
তারকা যদি হন রূপসী কেউ তবে তো
কৌতূহলের মাত্রা যেন আরও বেড়ে যায়। কিছু দিন আগেও যেখানে প্রিয় তারকার
সম্পর্কে তথ্য জানতে অপেক্ষা করতে হত
সংবাদপত্রের সেখানে আজ যেন দৃশ্যপট একেবারেই ভিন্ন। সামাজিক যোগাযোগের
মাধ্যমের কল্যাণে তারকাদের হাতের নাগালে পাওয়ার এবং এইসব তারকা সম্পর্কে লেটেস্ট খবর জানে যায় চুটকির মধ্যেই। হ্যাঁ, ঠিকই ধরতে
পেরেছেন, আজও বিনোদন জগতের এমন এক তারকার ছবি হাজির করা হলো যা দেখলে
অবাক হবেন।




0 comments: