Wednesday, 26 November 2014

ম্যাক্সিম ম্যাগাজিনের প্রচ্ছদে মালাইকা আরোরার আলোচিত বিকিনি ফটোশুট (দেখুন ছবিতে)


বলিউডে আইটেম গার্ল হিসেবেই বেশী পরিচিত এই অভিনেত্রীপর্দায় কখনোই তাকে প্রধান চরিত্রে দেখা না গেলেও আইটেম গানে আকর্ষণীয় উপস্থাপন তাকে সব সময়ই আলোচনায় নিয়ে আসেকথা হচ্ছে বলিউডের লাস্যময়ী তারকা মালাইকা আরোরা খানকে নিয়েতবে এবার কোন সিনেমায় আইটেম গানে পারফর্ম করে নয় বরং যুক্তরাজ্যভিত্তিক জনপ্রিয় ম্যাগাজিন ম্যাক্সিমের ইন্ডিয়ান সংস্করণে অক্টোবর মাসে প্রচ্ছদের জন্য ক্যামেরাবন্দী হয়ে টক অব দ্যা টাউনে পরিণত হন এই ম্যাগাজিনের জন্য বেশ আবেদনময়ী লুকেই ক্যামেরায় ধরা দেন এই রূপসী তারকা। 





SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: