Tuesday, 25 November 2014

মুক্তিযুদ্ধের পুরো সময় নিপুনকে ক্যাম্পে কাটাতে হয়েছে!


গেরিলা সিনেমা দিয়ে প্রশংসার পাশাপাশি অনেক পুরস্কার ঘরে তুলেছিলেন জয়া আহসানএবার একইরকম সাহসিকতার সাথে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র একাত্তরের মা জননীতে অভিনয় করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী নিপুনসরকারি অনুদানে নির্মিত সিনেমাটি বাংলাদেশে আগামী ১৯ ডিসেম্বর মুক্তি পাবে সম্প্রতি এই অভিনেত্রী একাত্তরের মা জননী সিনেমায় কাজ করার সময় ঘটে যাওয়া অনেক বিষয় নিয়ে আলোচনা করেন
আর এই আলোচনায় নিপুন জানান, এই সিনেমাটি নিয়ে তিনি অনেক আশাবাদীসিনেমাটি নিপুনের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি বলা যায় পুরোটাই ফ্ল্যাশব্যাকেএকজন বিগত যৌবনা ৫৮-৬০ বছর নারীর মুক্তিযুদ্ধ চলাকালীন ক্যাম্পে কাটানো, ফেলে আসা দুঃসহ জীবনের গল্তিনিয়ে এগিয়ে যায় সিনেমার কাহিনী
এই সিনেমায় কাজ করার সময়ের নানা অভিজ্ঞতা প্রসঙ্গ আসতেই নিপুন বলেন, একজন যুবতীর ক্যাম্পের গল্প৫ বছরের সন্তানকে পাকিস্তানি সৈন্যরা কেড়ে নিয়ে চলে যায়যুবতীকে যুদ্ধ চলাকালীন পুরোটা সময় ক্যাম্পেই কাটাতেআর্মি অফিসারদের ভোগ্যপণ্য হিসেবে তার ঠিকানা যেন সেই ক্যাম্পযে জানে না তার সন্তান কোথায়অপর দিকে স্বামী মুক্তিযুদ্ধে
উল্লেখ্য,একাত্তরের মা জননী সিনেমাতে নিপুন ছাড়াও মিশু চৌধুরী, চিত্রলেখা গুহ, ম. ম. মোর্শেদ, গুলশান আরা, রাকিব, আবদুল হালিম আজিজ, স্মরণসহ আরো অনেকেই অভিনয় করেছেন

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: