Tuesday, 25 November 2014

ঋতুপর্ণা-সৌরভ গাঙ্গুলীর প্রেমের গুঞ্জনটি কি সত্যি ছিল?


সৌরভ গাঙ্গুলীর সাথে ঋতুপর্ণা সেনগুপ্তের নাম জড়িয়ে কতই না খবর ভেসে বেড়িয়েছে ভারতের এই সাবেক অধিনায়ক আর কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণার প্রেমের গল্পে তখন পুরো ভারত মুখরিততবে অতীতের এই গুঞ্জনটি কি আদৌ সত্য ছিল নাকি এর পেছনেও রয়েছে অন্য কাহিনী যা ভক্তদের সামনে আসেনি কখনই
সৌরভ গাঙ্গুলির ক্যারিয়ার তখন মধ্য আকাশেহঠাৎই বাজারে রটে বেড়ায় সৌরভ- ঋতুপর্ণার 'প্রেম' কাহিনীগরম-গরম আলোচনা চলতে থাকে বেশ কিছুদিন বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে এই সম্পর্ক নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হতে হয় এই সাবেক অধিনায়ককেবাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে সম্পর্কের কথা রটে যায়
পরবর্তী সময়ে অবশ্য জানা যায়, এটি কেবলই একটি গুঞ্জন ছিলআসলে সৌরভ এবং ঋতুপর্ণা বেহালায় এক গৃহশিক্ষকের কাছে একই সঙ্গে পড়তে যেতেনসৌরভের থেকে নিচের ক্লাসেই পড়তেন ঋতুপর্ণাএর চেয়ে বেশি কিছু নয়

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: