Tuesday, 25 November 2014

ঢাকায় আসছেন বলিউডের রূপসী তারকা মালাইকা আরোরা


বলিউডপ্রেমীদের জন্য অপেক্ষা করছে সুখবরআসছে ২৮ নভেম্বর বাংলাদেশ মাতাতে হাজির হচ্ছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী মালাইকা আরোরা খান
কি অবাক হলেন তো? এখানেই শেষ নয়, নির্বাচিত কিছু ভক্তরা এই রূপসী অভিনেত্রীর সাথে দেখা করা থেকে শুরু করে ছবি তোলার সুযোগ পাবেন
আগামী ২৮ নভেম্বর শুক্রবার বাংলাদেশের নামকরা এক রেস্তরাঁয় পন্ডসের ফ্যাশন ইভেন্ট 'পন্ডস্ প্রেজেন্টস্ দি লাস্ট্রাস রানওয়ে'তে যোগ দিতে ঢাকায় আসবেন তিনিএই অনুষ্ঠান চলাকালীন সময়ে নির্বাচিত প্রতিযোগীরা তার সাথে ছবি তুলতে পাড়বেনআর এই কন্টেস্টের নাম দেয়া হয়েছে Pond's Meet Malaika contest

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: