Monday, 24 November 2014

শাহরুখ নাকি সালমান-কার সাথে বেশী স্বচ্ছন্দ ক্যাটরিনা?


শাহরুখের সাথে আবারও পর্দায় দেখা মিলবে বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনার যাব তাক হে জানসিনেমাটিতে শাহরুখ-ক্যাটরিনা অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার পর আবার তাদের নিয়ে একসঙ্গে কাজ করতে চাইছেন আদিত্য চোপড়া
সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আদিত্য চোপড়া জানিছেন, আমি একটি নতুন সিনেমা করতে চলেছিসিনেমাটিতে নায়কের চরিত্রে দেখা যাবে কিং খানকেআমি শাহরুখকে স্ক্রিপ্ট শুনিয়েছিওর ভালো লেগেছেতবে সিনেমার নায়িকার এখন ঠিক হয়নিতবে এক্ষেত্রে আমার প্রথম পছন্দ ক্যাটরিনা
আপাতত বলিউডের তিন খানের সঙ্গেই অনস্ক্রিনে জুটি বেঁধে ফেলেছেন এই বার্বি ডল কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আমিরের সঙ্গে ধুম- থ্রিসিনেমা যা বক্স অফিসে দাপিয়ে বেড়িয়ে
তবে সম্প্রতি ক্যাটরিনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বলিউডের খানদের মধ্যে অনস্ক্রিন রোম্যান্সে তিনি সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য সালমানের সঙ্গে

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: