Monday, 24 November 2014

অবশেষে অর্পিতার বিয়েতে নিজের প্রেমিকার পরিচয় দিলেন সালমান!


বলিউডে জোর গুঞ্জন, এই রোমানিয়ান সুন্দরী লুলিয়া নাকি সালমান খানের প্রেমিকার তালিকায় নবতম সংযোজনকেন বলছি এই কথা? কারণ অর্পিতার বিয়েতে লুলিয়াকে নিজের গার্লফ্রেন্ড বলে সবার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন সালমান খান!
অর্পিতার বিয়েতে উপস্থিত খান পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন ছোট বোনের বিয়েতে সারাক্ষণ লুলিয়ার সঙ্গেই ছিলেন সালমানওই সূত্রের দাবি, প্রথমে জ্যাকলিন ফার্নান্ডেজ ও পরে ডেইজি শাহ-এর সালমানের নাম জুড়ে বলিউডে যতই গুজব রটুক না কেন, সালমান আসলে লুলিয়ার প্রেমেই পড়েছেনসালমানের পরিবারের সঙ্গে লুলিয়ার সম্পর্কও নাকি দারুণ
সূত্রের দাবি, অর্পিতার বিয়ে চলাকালীন বান্দ্রায় সালমানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি ফাইভ স্টার হোটেলে ডেরা জমিয়েছিলেন লুলিয়াপ্রেমিকার হোটেলের সমস্ত বিলই নাকি মিটেয়েছেন স্বয়ং সালমানলুলিয়াকে ডেট করছেন সালমানকিছুদিন আগেই পেজ থ্রির হেডলাইন জুড়ে ছিল এই খবরতবে তাঁদের রোমান্সে ইতি পড়ার খবরও প্রকাশ পেয়েছিল কয়েক দিন আগেতবে অর্পিতার বিয়েতে উলটে গেল সব হিসাব-নিকাশইফের সালমানের সঙ্গে জুড়ে গেল লুলিয়ার নাম
মার্চ মাসে এক সাক্ষাৎকারে সালমান বলেছিলেন আমি এখন জীবনের এক সন্ধিক্ষণেআমার ভালো লাগছে এই সময়টা১৫ বছর বয়সের পর থেকে আমার জীবনে কোনও সন্ধিক্ষণ আসেনিগত আড়াই বছর ধরে আমি শুধু দীর্ঘশ্বাস ফেলেছিএবার দীর্ঘশ্বাস ফেলা বন্ধ করার সময় এসেছেআমার জীবনে খুব তাড়াতাড়ি কিছু পরিবর্তন আসতে চলেছেআমি মানবিকতায় বিশ্বাস করিআমি ইসলামের সঙ্গে সঙ্গে ক্রিশ্চানিটি পালনের চেষ্টা করিসাধ্যমতো সঠিক পথে চলার চেষ্টা করিআমি চিরকালই সৌভাগ্যবানআমার বাবা পাঠান, মা হিন্দু, দ্বিতীয় মা ক্যাথলিক আমার বোনের বর পাঞ্জাবিভাবছি বাইরের কাউকেই বিয়ে করব
যদিও অর্পিতার নাকি সালমানের সঙ্গে লুলিয়ার সম্পর্ক নিয়ে জোরদার আপত্তি আছেসালমানের আদরের বোনের ধারণা বলিউডে ক্যারিয়ার তৈরি করতে লুলিয়া সালমানকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইছেনইতিমধ্যেই সালমানের অপর ভগ্নিপতি অতুল কুলকার্নির নয়া প্রোজেক্টে জায়গা করে নিয়েছেন এই বিদেশিনী বলিউড কি আর একটা ঝলমলে ফ্যাট ওয়েডিং-এর প্রস্তুতি নিচ্ছে? ঠিকঠাক উত্তর না পাওয়া অবধি এখন শুধু অনুমান আর অপেক্ষাই ভরসা সালমানের ভক্তকুলের


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: