নায়লা নাঈম একই
সাথে আলোচিত ও সমালোচিত নিজের খোলামেলা ফটোশুটগুলোর জন্য। তবে সবচাইতে বেশি
পরিচিতি তাঁকে দিয়েছে রানআউট সিনেমায় আইটেম গান ও বিশ্বকাপ ফুটবলের সেই থিম ফটোশুটগুলো। প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি নিজেকে মেলে ধরেছেন অত্যন্ত আবেদনময়ী রূপে। আর
তাই তো দেশের বাইরেও তিনি পরিচিত ও সমান জনপ্রিয়।
চলছে
বিয়ের
মৌসুম। নামী-দামী মডেলরা বিয়ের সাজে সজ্জিত হয়ে শোভা পাচ্ছেন পত্রিকার
পাতায়। তবে নায়লাই বা পিছিয়ে থাকবেন কেন? সম্প্রতি
তিনি ফেসবুকে পোষ্ট
করেছেন ব্রাইডাল ফটোশুটের একটি মিষ্টি ছবি। সর্বদা
খোলামেলা পোশাকে আবেদনময়ী নায়লাকে বিয়ের সাজেও দেখাচ্ছে দারুণ আকর্ষণীয়। এবং একটু যেন অচেনা। সাদা
শাড়িতে আর জমকালো গহনায় বধূ বেশি নায়লা মন কাড়বেন যে কারো। ভীষণ মিষ্টি এই লুকে বলাই বাহুল্য যে দর্শকের মন ইতিমধ্যেই জয়
করে নিয়েছেন তিনি। ফটোগ্রাফার রুমানা জাবিন নায়লার এই ছবিটি তুলেছেন ক্যানভাস পত্রিকার ব্রাইডাল সংখ্যার জন্য। এবং নায়লার মেকওভার করেছে বিউটি সেলুন পারসোনা। ফেসবুকে ছবিটি পোষ্ট করার পর মাত্র ৯ ঘণ্টায় এটি পেয়েছে প্রায় ১১ হাজার লাইক, ৩০ এর বেশি শেয়ার এবং অসংখ্য কমেন্ট।


0 comments: