Saturday, 15 November 2014

কিংবদন্তী কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের পারিবারিক কিছু অদেখা মুহূর্ত (দেখুন ছবিতে)


তিনি আজ কেবলই অতীততার লেখা পড়ে হাজার পাঠকের মনে কখনো আনন্দ আবার কখনো বেদনা ঘনীভূত হয়েছেসাবলীল লেখনভঙ্গি দিয়ে নতুন প্রজন্মের কাছে খুব অল্প সময়েই পেয়েছিলেন জনপ্রিয়তারহস্যময়তার আবডালে বাঁধতে পেরেছিলেন পাঠকদেরতাই তো তার না থাকা আজ তার ভক্তদের পীড়া দেয়হঠাৎ করেই তার এই চলে যাওয়া বাংলা সাহিত্য জগতে এক বিপর্যয় ডেকে আনেকথা হচ্ছে কালজয়ী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়েনা ফেরার দেশে পারি জমানো কিংবদন্তী কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের গতকাল ছিল ৬৬ তম জন্মবার্ষিকীআর তাই এই কথাসাহিত্যিকের পরিবারের সাথে কাটানো কিছু অদেখা ছবি তার পাঠকদের জন্য তুলে ধরা হল। 










SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: