Thursday, 27 November 2014

কী তার এই চিরযৌবনের রহস্য?


কেবল সুরেলা কণ্ঠেই নয় রূপের ছটায় মন্ত্রমুগ্ধ গোটা বিশ্ব৪০ পেরিয়ে গিয়েছে সেই কবে, তবে এখনও তিনি যেন সেই ষোড়শী যুবতীচল্লিশে চালশের বদনাম নেই জেনিফারেরকী তার এই চিরযৌবনের রহস্য? মনে প্রশ্ন জাগে নিশ্চয়ইতবে এবার সেই রহস্যই উন্মোচিত হল
তবে শুনুন, ত্বক তরতাজা রাখতে হীরার পাউডারে তৈরি সাবান দিয়ে গা ঘসেন লোপেজঅস্ট্রেলিয়ায় তৈরি হয় এই সাবানএক-একটির সাবানের দাম ২৫০ মার্কিন ডলার
ফিমেল ফার্স্টম্যাগাজিনের এক প্রতিবেদনে দুনিয়া জোড়া খ্যাতির অধিকারিণী জানিয়েছেন, “আমার পা দুটি আমার শরীরের সবথেকে সমস্যার জায়গাওজন বাড়লে সবার প্রথমে আমার পায়ের উপরি ভাগে ফ্যাট জমতে থাকেতবে কিছুদিন হলো শরীরের মরা কোষ নির্মূল করতে প্রতিদিন এই সাবানটি ব্যবহার করছি
এছাড়া তিনি আরও জানিয়েছেন, এই সাবানটি ব্যবহার করে তার পা আগের থেকে আরও বেশি ভাল দেখাচ্ছে


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: