নায়লা নাঈম! বিনোদনের জগতে এই নামটি যতই সমালোচিত, ঠিক ততটি আলোচিতও বটে। তাঁর সাহসী ফটোশুট আর কাউকে পরোয়া না করার মনোভাবটা এখন পর্যন্ত অন্য কোন বাংলাদেশী মডেল দেখাতে পেরেছে কিনা সন্দেহ। আর এই কারণেই নায়লা এত বেশি জনপ্রিয় তাঁর ভক্তদের মাঝে।
রূপসী নায়লাকে সাধারণত ওয়েস্টার্ন পোশাকেই ভক্তরা দেখে অভ্যস্ত। তবে বাঙালি ললনা শাড়ি না পরলে কি চলে? নায়লাও শাড়ি পরে অসংখ্য ফটোশুট করেছেন। তারমাঝে কিছু পেয়েছে প্রশংসা, আবার কিছু হয়েছে সমালোচিত ও বিতর্কিত। আমাদের আজকের আয়োজন শাড়িতে নায়লা নাঈমের আলোচিত-সমালোচিত ১০টি রূপ নিয়ে।





0 comments: