Thursday, 27 November 2014

রিতেশ-জেনেলিয়ার কোল জুড়ে এলো প্রথম সন্তান


বলিউডের মিষ্টি জুটি জেনেলিয়া ডি সুজা এবং রিতেশের কোল জুড়ে এলো ফুটফুটে এক ছেলে সন্তানগত মঙ্গলবার এই নবজাতকের জন্ম দেন বলিউডের কিউট গার্ল জেনেলিয়া
প্রথম সন্তান লাভ প্রতি বাবা-মার জন্যই বিশেষ আনন্দ নিয়ে আসেএই বলিউড দম্পতির বেলায় একইরকম ঘটেছেপ্রথমবারের মতো বাবা হয়ার আনন্দে রিতেশ তার টুইটার একাউন্টে জানান দেন, মঙ্গলবার বিকেলের দিকে তিনি ছেলে সন্তানের বাবা হয়েছেনরিতেশ এও জানান জেনেলিয়া এবং নবজাতক দুজনই সুস্থ আছেন
প্রসঙ্গত এই 'তুঝে মেরি কাসাম' সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করেন জেনেলিয়া এবং রিতেশপ্রথম সিনেমা দিয়েই এই জুটি বলিউডের মিষ্টি জুটির খেতাব অর্জন করেএরপর তেরে নাল লাভ হো গায়াসিনেমা এক সাথে কাজ করতে করতে দুজনার মধ্যেকার সম্পর্ক বন্ধুত্ব থেকে ভালবাসায় রূপ নেয়অতঃপর ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে প্রেমিকা জেনেলিয়া দিসুজার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিতেশ দেশমুখ

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: