কিছুদিন আগেই ফলাও করে ছাপা হয়েছিল যে সানি লিওনকে ঘৃণা করেন ইমরান হাশমি। এতটা অপছন্দ করেন যে সানির সাথে একটা আইটেম গান করতেও ঘোর আপত্তি তাঁর। ব্যাপারটা নিয়ে বেশ সমালোচনার শিকার হয়েছিলেন বলিউডের সিরিয়াল কিসার। আর তাই বুঝি বদলে গেল ইমরান হাশমির মন্তব্যও? আজকাল যেখানে অনেক নায়কই সানিকে এড়িয়ে চলতে চাইছেন, সেখানে হুট করেই ইমরান জানিয়ে দিলেন যে এইসবই মিছে কথা। তিনি কখনোই বলেন নি যে সানিকে অপছন্দ করেন বা কাজ করতে চান না। উল্টো তিনি বরং সানির ব্যাপারে দারুণ আগ্রহী।
হ্যাঁ, ঠিকই শুনেছেন। সাবেক পর্ন স্টার সানি লিওনের সাথে ‘উঙ্গলি’ সিনেমার আইটেম গানে কাজ করতে চান না ইমরান হাশমি- এমন খবরকে স্রেফ গুজব বলে ঊড়িয়ে দিলেন বলিউডের এ সিরিয়াল কিসার। বরং জানিয়েছেন, সুযোগ পেলে সানি লিওনের সাথে কাজ করতে কোনো আপত্তি নেই তার।
আগের খবরকে অস্বীকার করে হাশমি বলেন, তার সাথে কাজ করবো না- এমন কথা আমি কখনো বলেননি; বরং বলেছি সুযোগ পেলে তার সঙ্গে কাজ করবো। সিনেমায় ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছেন কঙ্গনা রনৌত। ছবির একটি আইটেম গানেও রয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
এখন প্রশ্ন হচ্ছে, সানিকে ঘৃণা না করলে আইটেম গানটিতে সানি নেই কেন? কেন রয়েছেন শ্রদ্ধা কাপুর? অবশ্য এখন পর্যন্ত এ প্রশ্নের জবাব ইমরান দেন নি। সানিকে নিয়ে ভালোই বিপাকে ফেলেছেন সাংবাদিকরা ইমরানকে!

0 comments: