আলোচনা ও সমালোচনা দুটোই আছে তাকে নিয়ে। ইন্ডাস্ট্রিতে তাঁর মত সাহসী ও স্পষ্টবাদী মেয়ে কমই আছে। হ্যাঁ, কথা হচ্ছে নওশীন নাহরীন মৌকে নিয়ে। শুরুটা আরজে হিসাবে হলেও সুন্দর চেহারার কারণেই অচিরেই ক্যামেরার সামনে চলে আসেন। তারপর বিজ্ঞাপন থেকে নাটকে প্রবেশ এবং এখন শোনা যাচ্ছে সিনেমাও করতে চলেছেন তিনি।
অনেক গুঞ্জন আর সকল সমালোচনার অবসান ঘটিয়ে বেশ কিছুদিন হলো অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সাথে ঘর বেঁধেছেন নওশীন। আগের পক্ষের পুত্র সন্তান ও বর্তমান স্বামী হিল্লোলকে নিয়ে ভালোই আছেন, চমৎকার একটি সুখের সংসার তাঁদের। সব বাঁধা-বিপত্তি পেরিয়ে নওশীনকে জীবনে সুখী দেখতে পেরে ভক্তরাও যারপরনাই খুশি।
আচ্ছা, আজকের এই প্রিয়দর্শিনী মিষ্টি নওশীন কেমন ছিলেন ছোটবেলায়? আপনার সেই কৌতূহল মেটাতে আজ রইলো অভিনেত্রী ও মডেল নওশীনের একদম ছেলেবেলার কিছু বিরল ছবি। এখানে আপনি পাবেন প্রথম জন্মদিন থেকে শুরু করে বধূবেশে ছোট্ট দুষ্টু নওশীনকেও। চলুন, দেখে নিই ছবিগুলো।





0 comments: