Friday, 28 November 2014

নতুন বাড়িতে কেমন কাটছে আয়ুশ অর্পিতার দিনগুলো? আসুন জেনে নিই….


সালমানের বোনের বিয়েকে ঘিরে আলোচনার শেষ নেইগত ২১ নভেম্বর আড়ম্বরপূর্ণ রিসিপশনের মধ্য দিয়ে অর্পিতার বিয়ের আয়োজন শেষ হয়ে যায়বিয়ের পর কেমন আছেন সালমানের আদুরে ছোট বোন অর্পিতা? বিয়ের পরের দিনগুলোই বা কেমন কাটছে এই নবদম্পতির? জানিয়ে রাখা ভাল, এই দম্পতি ইতোমধ্যেই তাদের নতুন এপার্টমেন্টে উঠেছেনআর এই নতুন বাড়িটি অর্পিতাকে আর কেউ নন, বড় ভাই সালমান তার আদরের ছোট বোনকে বিয়ের উপহার হিসেবে দেন
তিন তলা বিশিষ্ট এই বাড়িটি মুম্বাইয়ের কার্টার রোডে অবস্থিতমুম্বাইয়ের অভিজাত এলাকা গুলোর মধ্যে কার্টার রোড অন্যতমআর প্রকাশিত খবর অনুযায়ী, সালমানকে তার পকেট থেকে লাখ নয় একেবারে ১৬ কোটি রুপি খসাতে হয়েছেএই আর মজার ব্যাপার হল, এই কার্টার রোডেই সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনাকে নিয়ে বিয়ের পরে থাকার জন্য ফ্ল্যাট সাজাচ্ছেনশুধু তাই নয়, সালমানের নিজের ফ্ল্যাট গ্যালাক্সিও একই রোডে
অভিজাত এই এলাকায় আলিশান এই ফ্ল্যাট উপহার পেয়ে বেজায় খুশি অর্পিতা-আয়ুশবিয়ের পর পরই এই নতুন ফ্ল্যাটে উঠেই নবদম্পতি পরিবারের সবাইকে দাওয়াত করেনপুরো খান পরিবার এই দাওয়াতে উপস্থিত থাকলেও শুটিঙয়ের কারণে সালমান খান এবং আরবাজ খান ও তার স্ত্রী মালাইকা আরোরা খান অনুপস্থিত ছিলেন
তবে এই দিন নবদম্পতির নতুন ফ্ল্যাটের আনন্দে দেয়া পার্টিতে আলভীরা তার স্বামী আতুল আগ্নিহোত্রীসহ, সালমা খান, হেলেন, সোহেল খান ছিলেনযথারীতি পার্টি আর ছবি তোলা হবে না তা কি করে হয় বলুন? খাওয়া-দাওয়া সেরে পরিবারের সদস্যদের নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন নবদম্পতি







SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: