Friday, 28 November 2014

প্রেম-বিয়ের কারণে সমালোচিত টেলিভিশনের ৫ নায়িকা


সিনেমার জগতের চাইতে এদেশে ছোটপর্দার নায়িকারাই যেন বেশি আলোচিতছোট পর্দার অসংখ্য নায়িকা পরবর্তীতে বড় পর্দায় নিয়ে সুনাম কুড়িয়েছেনআবার বড় পর্দার নায়িকারাও ছোট পর্দায় এসে প্রশংসিত হয়েছেনতবে এত প্রশংসার ভিড়ে এমন কয়েকজন স্বনামধন্য নায়িকাও আছেন, প্রেম-ভালোবাসা ঘটিত সমালোচনার কারণে যাদের ক্যারিয়ার ডুবতে বসেছেনিজ নিজ ক্ষেত্রে তাঁরা বিখ্যাত হলেও মিডিয়ায় বরাবরই বিতর্কিত হয়েছেন তাঁরাতেমনই ৫ নায়িকাকে নিয়ে আজকের আয়োজন

সুবর্ণা মুস্তাফা

অনেক স্বপ্ন নিয়ে নিজের চেয়ে কম বয়সী বদরুল আনাম সৌদকে বিয়ে করেছিলেন সুবর্ণা মুস্তাফাইদানীং তাদের সেই সুখের সংসারে বেদনার ঝড় উঠেছে বলে খবরে প্রকাশএর আগে তিনি হুমায়ুন ফরীদির সংসার ছেড়ে বেশ কিছুদিন একাকী এসেছিলেনসুবর্ণা বিয়োগে হুমায়ুন ফরীদি সেই যে অসুস্থ হলেন, সেই ধকল আর কাটিয়ে উঠতে পারেননিশেষ পর্যন্ত সুবর্ণা শোকে তিনি পরপারেই চলে গেলেন ফরীদিকে ছেড়ে আসার কারণে সুবর্ণাকে নিয়েও নিন্দার ঝড় উঠেছিল

জয়া আহসান

মডেলিং থেকে অভিনয়ে এসে বেশ নাম কামিয়েছেন জয়া আহসানক্যারিয়ার শুরু থেকে একাধিক বিয়ে ও প্রেম করে আলোচিতসর্বশেষ স্বামী ফয়সালের সঙ্গে ঘর করার সময় একাধিক প্রেম করেছেন বলেও বাজারে গুজব ছিলএ কারণেই নাকি তার সংসার ভেঙ্গে গেছেযদিও ফয়সালের ক্যান্সার ধরা পড়ার পর জয়াই তাকে ডিভোর্স দিয়েছেন বলে ফয়সালের ঘনিষ্ঠরা জানিয়েছেনবর্তমানে জয়া একজন গায়কের সঙ্গে প্রেম করছেন বলে গুজব আছেসে গায়ক সনাতন ধর্মাবলম্বীতিনি বিবাহিততার দুটি কন্যা সন্তানও রয়েছেতিনি একটি টিভি চ্যানেলে মার্কেটিংয়ে চাকরি করেনজানা যায়, জয়ার সঙ্গে প্রেম করার সুবাদে সেই গায়ক জয়াকে নিয়েই একটি বাণিজ্যিক সিনেমা প্রযোজনা করছেনজয়ার এমন কর্মকাণ্ডে তার ভক্তরা বেশ হতাশস্বভাবতই তাকে নিয়ে ভক্তদের মনে বিরূপ প্রভাব পড়েছে
 

সুমাইয়া শিমু

এক সময় টিভি পর্দায় দাপিয়ে বেড়িয়েছেন সুমাইয়া শিমুক্যারিয়ারের শুরুতেই এক নাট্যকার ও পরিচালকের সঙ্গে প্রেম করে সমালোচিত হনবিবাহিত সেই নাট্যকার-পরিচালকের সঙ্গে প্রেম করার পর শিমু অন্য একজন প্রতিষ্ঠিত নাট্য প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়ানসে প্রযোজক অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের বিয়ে হওয়ার কথা ছিলকিন্তু বুদ্ধিমতি শিমু সেখান থেকে সরে আসেনবর্তমানে শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে প্রেম করছেনএসব কারণে মিডিয়া থেকেও ছিটকে পড়েছেন তিনি

জাকিয়া বারি মম

লাক্স সুন্দরী জাকিয়া বারি মমসুন্দর একটি ক্যারিয়ার গড়তে পারতেনএখনও অবশ্য সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেনকিন্তু তার চেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে তার নেশাসক্তিএ ছাড়াও বিতর্ক তার পিছে লেগেই আছেক্যারিয়ারের শুরুর আগেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে বিয়ে করেনসে ঘটনা লুকিয়ে লাক্স সুন্দরী হনপরে বিয়ে করেন পরিচালক এজাজ মুন্নাকেসে সংসার টেকেনি এখন তিনি পরিচালক শিহাব শাহীনের সঙ্গে প্রেম করছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠরাজানা যায়, শিহাব শাহীনের সঙ্গে সম্পর্ক থাকার পরও আরও একাধিক সম্পর্ক ধরে রেখেছেন মমএর কারণ অবশ্য বাণিজ্যিক সিনেমায় অভিনয় করার বাসনা
 

প্রভা

অভিনেত্রী প্রভার কাহিনী কে না জানেমিডিয়ায় আসার পর থেকেই নানা বিতর্কে তিনি জড়াতেই থাকেনএক পর্যায়ে প্রেম করে বিয়ে হয় অভিনেতা অপূর্বের সাথেআগের প্রেমিক রাজীবকে ছেড়ে অপূর্বকে বিয়ে করে তিনি, কিন্তু তার পরপরই ইন্টারনেটের কল্যাণে বিশ্বব্যাপী বাংলাভাষীদের মধ্যে তার অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ে ছারাছারি হয়ে যায় অপূর্বের সাথে, বছর না ঘুরতেই আবারও বিয়ে করেন প্রভাএবার স্বামীকে নিয়েই জড়িয়ে পড়তে শুরু করেন নানা বিতর্কিত কর্মকাণ্ডে

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: