Saturday, 29 November 2014

প্রিয়াংকা চোপড়ার বাড়িতে অবৈধ দেহব্যবসা!


ম্যারিকম খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার একটি বাড়িতে দেহ ব্যবসার অভিযোগ উঠেছে! সেই বাড়িটির মালিক প্রিয়াঙ্কা চোপড়া এবং তার কাছ থেকেই বাড়িটি ভাড়া নেয়া হয়েছিলশুধু তাই নয়, সেখানে বেশ কয়েকবার তিনি গিয়েছেন বলেও জানা গেছেতবে বলাই বাহুল্য যে এই অবৈধ ব্যবসার কিছুই জানতেন না প্রিয়াঙ্কা
চলতি মাসের প্রথম সপ্তাহে মুম্বাইয়ের আন্ধেরি বিল্ডিংয়ের ওই বাড়িতে অভিযান চালিয়ে ৩ নারীকে আটক করেছে পুলিশমুম্বাই মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, মানিক সোনি নামে এক ব্যক্তি স্পা সেন্টার খুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার ওই বাড়িতেখবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশপরে স্পার নামে দেহ ব্যবসার প্রমাণ পাওয়া যায়
ওই ভবনেই প্রিয়াঙ্কার মায়ের একটি ক্লিনিক আছেভবনটির একটি তলার ৩ হাজার বর্গফুটের মালিক প্রিয়াঙ্কাওই স্পা সেন্টারটি উদ্বোধনের দিন প্রিয়াঙ্কার মা এবং ভাই সিদ্ধার্থ উপস্থিত ছিলেনজনপ্রিয় এই নায়িকা বিশেষ উপলক্ষে বেশ কয়েকবার ওই স্পা সেন্টারেও গিয়েছেন
বোঝাই যাচ্ছে যে প্রিয়াঙ্কা মানুষ চিনতে ভুল করেছেনতবে এ বিষয়ে প্রিয়াঙ্কা চোপড়ার কোন প্রতিক্রিয়া জানা যায়নি

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: